Underwater Metro: অপেক্ষার অবসান! গঙ্গার নীচে এই দিন থেকে চালু মেট্রো, রইল ৩ রুটের টাইমটেবিল-ভাড়া

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৭) Underwater Metro Kolkata: অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গঙ্গা নদীর তলদেশ দিয়ে মেট্রো (Metro) যাতায়াত শুরু হল। গত ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই মেট্রোর (Metro) শুভ উদ্বোধন করেছেন। হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটে চলবে এই মেট্রো (Metro) । তবে মেট্রো (Metro) চলাচল শুরু হলেও যাত্রীদের জন্য পরিষেবা সঙ্গে সঙ্গে চালু হয়নি।

(২/৭) গত শনিবার এই ব্যাপারে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় আর সেখান থেকে জানানো হয় যে আগামী ১৫ই মার্চ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে গঙ্গার নিচের মেট্রো (Underwater Metro Kolkata)। ব্যস্ত সময় গুলিতে ১২ মিনিট পর পর এই মেট্রো (Metro) চলবে। আর ব্যস্ত সময় ছাড়া ১৫ মিনিট অন্তর। সকালে মেট্রো (Metro) প্রথম ছাড়বে সকাল ৭ টায়

(৩/৭) এসপ্ল্যানেড (Esplanade) থেকে হাওড়া ময়দান (Howrah Maidan) পর্যন্ত চলবে এই মেট্রো (Metro) । শেষ মেট্রো (Metro) ছাড়বে রাত ৯:৪৫ মিনিটে। এই মেট্রো (Metro) উভয় দিক থেকে চলাচল করবে। তবে বন্ধ থাকবে রবিবার

(৪/৭) মেট্রোর (Metro) পরের পরিকল্পনা রয়েছে শিয়ালদহ (Sealdah) থেকে এসপ্ল্যানেড (Esplanade) নিয়ে। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে আগামী অক্টোবর মাসে শিয়ালদহ (Sealdah) থেকে এসপ্ল্যানেড (Esplanade) পর্যন্ত এই লাইন জুড়ে দেওয়া হবে। আর অক্টোবরের শেষে সেক্টর ফাইভ (Sector v) থেকে হাওড়া ময়দান (Howrah Maidan) মেট্রো পরিষেবা শুরু হবে। এই রুট রয়েছে হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে সল্টলেক সেক্টর ফাইভ (Sector v) পর্যন্ত। এই মেট্রো রাস্তার সম্পূর্ণ পরিমাপ হল প্রায় ১৬.৫ কিলোমিটার। এর মধ্যে মাটির তলা দিয়ে যাবে ১০.৮ কিলোমিটার

আরও পড়ুন: Google Pay: প্রতিদিন ২০০০ টাকা গুগল পে থেকে আয় করুন! রইলো সহজ পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৭) এখনকার মতো এই মেট্রো হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে ধর্মতলা (Dharmatala) পর্যন্ত চালু করা হয়েছে। আর ১৫ মার্চ থেকে জোকা- তারাতলা (Joka- Taltala) করিডরের নতুন সম্প্রসারিত অংশ মাঝেরহাট মেট্রো স্টেশন (Majerhat Metro Station) পর্যন্ত চালু করা হবে। এই লাইনে মোট রেক চলবে ১৩০টি। এই লাইনে প্রথম মেট্রো চালু হবে সকাল ৮:৩০ মিনিটে, শেষ মেট্রো রয়েছে দুপুর ৩:৩৫ মিনিটে

(৬/৭) এই লাইনগুলো ছাড়াও আরও একাধিক লাইনে মেট্রো চলবে। অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং জোকা (Joka) থেকে পার্পল লাইনের মাঝেরহাট (Majerhat) পর্যন্ত বর্ধিত অংশে মেট্রো চলাচল করবে।

আরও পড়ুন: Petrol-Diesel Price: পেট্রোল-ডিজেলের দাম কি কমবে লোকসভা ভোটের আগে? জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী

(৭/৭) এক্ষেত্রে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্ট্রেচে মোট ১৩০টি পরিষেবা উপলব্ধ থাকবে। এর মধ্যে এই এসপ্ল্যানেড (Esplanade) থেকে ৬৫ টি এবং হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে ৬৫ টি। কলকাতায় গঙ্গার তলদেশ দিয়ে মেট্রো (Metro) চলাচল ভারতে আবার নতুন ইতিহাস তৈরি করেছে।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন