Uttar Kanya Scholarship 2023: ১০,০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার মাধ্যমিক পাস হলেই, আবেদন পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Uttar Kanya Scholarship 2023, (উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩), Apply Online, Official Website

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল উত্তরকন্যা স্কলারশিপ (Uttar Kanya Scholarship)। মূলত উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে এই স্কলারশিপ চালু করা হয়েছে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনের পথ সুগম হয়ে উঠেছে। এই উত্তরকন্যা স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।

উত্তরকন্যা স্কলারশিপ (Uttarkanya Scholarship)

উত্তরকন্যা স্কলারশিপ-এর মাধ্যমে রাজ্যের একাদশ, দ্বাদশ, স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতিবছর ১০,০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এই স্কলারশিপ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে রাজ্যের দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।

Uttar Kanya Scholarship 2023: Scholarship Ammount | উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩: বৃত্তির পরিমাণ

উত্তরকন্যা স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বছরে ১০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।

এর আগেই আপনাদের বলেছি যে, এই উত্তর কন্যা স্কলারশিপ নবান্ন স্কলারশিপ নামেও পরিচিত। এই স্কলারশিপটিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এই দুই ভাগে ভাগ করা হয়েছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

যে সমস্ত পড়ুয়ারা উত্তরবঙ্গে থাকেন তাদের ‘উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর’ থেকে ‘উত্তরকন্যা স্কলারশিপ’ (North Bengal Development Department) দেওয়া হয়।

অপরদিকে, দক্ষিণবঙ্গের পড়ুয়াদের ‘মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল’ থেকে ‘নবান্ন স্কলারশিপ’ প্রদান করা হয়ে থাকে।

অর্থাৎ স্কলারশিপের নাম যতই আলাদা হোক না কেন, দুটোই আসলে একই স্কলারশিপ। এই স্কলারশিপটি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়।

Uttar Kanya Scholarship 2023 Apply Online: | উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩: আবেদন প্রক্রিয়া

অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই এই স্কলারশিপ আবেদন করতে পারবেন।

১) অনলাইন মাধ্যমে আবেদনের জন্য আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://wbcmo.gov.in-এ গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে, তারপর সেটি A4 সাইজ কাগজে প্রিন্ট বের করে নিতে হবে।

২) এরপর আপনার যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটিকে পূরণ করতে হবে।

৩) এরপর যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেটসহ অন্যান্য সমস্ত নথিপত্র স্ক্যান করে একসাথে একটি ফাইল তৈরি করে cmo@wb.gov.in-এ mail করতে হবে।

এছাড়াও এই স্কলারশিপের জন্য আপনি অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন

১) অফলাইন মাধ্যমে আবেদন করতে হলে প্রথমে আপনাকে উপরোক্ত নিয়মে আবেদনপত্রের প্রিন্ট আউট বের করে পূরণ করতে হবে।

২) এরপর আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে জেরক্স বের করতে হবে।

৩) সবশেষে এই সমস্ত ডকুমেন্টস একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

যে ঠিকানায় উত্তরবঙ্গের পড়ুয়ারা আবেদনপত্র জমা দেবেন তা হলো-

Department of CMRF Scholarship,

‘UTTARKANYA’, New Satellite Township,

Kamrangaguri, Fulbari, West Bengal – 734015

Uttar Kanya Scholarship 2023: Required Documents | উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র

এই স্কলারশিপ এ আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন তা হলো-

  • আপনার পূর্ববর্তী শ্রেনীর ফাইনাল পরীক্ষার রেজাল্ট
  • SDO অথবা BDO অফিসের তরফ থেকে দেওয়া আপনার পরিবারের ইনকাম সার্টিফিকেট
  • আপনার নতুন ক্লাসে ভর্তি হওয়ার রসিদ
  • আপনার এলাকার MLA-এর সুপারিশপত্র
  • আপনার একটি সেলফ ডিক্লিয়ারেশন সার্টিফিকেট

Uttar Kanya Scholarship 2023: Eligibility | উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩: যোগ্যতা

স্কলারশিপ এ আবেদনের জন্য যে যোগ্যতাগুলির প্রয়োজন সগুলি হলো-

১) এই স্কলারশিপের জন্য আবেদনকারীকে ৫০% নম্বরসহ মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ডিপ্লোমা আথবা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে।

২) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩) আবেদনকারীকে একাদশ/ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রির (BA / BSc / BCom) প্রথম বর্ষে/স্নাতকোত্তর (MA, MSc) ডিগ্রির ১ম বর্ষে পাঠরত হতে হবে।

৪) আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় হতে হবে ১ লক্ষ টাকার কম।

Uttar Kanya Scholarship

Uttar Kanya Scholarship 2023: Last Date of Apply | উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩: আবেদনের শেষ তারিখ

প্রত্যেক বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক ডিগ্রী উত্তীর্ণ হওয়ার পর পড়ুয়ারা আবেদন করতে পারেন এই স্কলারশিপের জন্য । নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি এই স্কলারশিপে আবেদনের জন্য কোনো।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

FAQ: Uttar Kanya Scholarship 2023 (উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩)

Q: Uttar Kanya Scholarship 2023 (উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩)-এ আবেদন কিভাবে করতে হবে?

Ans: অফলাইন মাধ্যমে।

Q: Uttar Kanya Scholarship 2023 (উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: ৫০% নম্বরসহ মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ডিপ্লোমা এবং স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Q: Uttar Kanya Scholarship 2023 (উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩)-এ বৃত্তির পরিমাণ কত?

Ans: ১০,০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *