Vastu Tips: এই ৫ জিনিস আজই দূর করুন বাড়ি থেকে নিজের ভাল চাইলে, এর জন্যই জীবনে আসছে না টাকা আর উন্নতি
(১/৮) Vastu Tips: মানুষ অনেক সাধ করে বাড়ি বানান। নিজের মনের ইচ্ছা মতো ঘরের প্রতিটি কণা সাজিয়ে তোলেন। মনের মত সাজিয়ে ভাবেন গৃহকোণ সুখী, তবে সেটি সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। নিজের মনের মত করে সাজানো সংসারে লেগে থাকে নিত্য অশান্তি।জীবনে নেমে আসে অবনতির ছায়া এবং আর্থিক সংকট।
(২/৮) এমন হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন খ্যাতনামা জ্যোতিষী পণ্ডিত মনোহর আচার্য। তাঁর মতে, জীবন সমৃদ্ধ করে তোলার জন্য বাস্তু শাস্ত্র মতে, বসতবাড়ি হওয়া উচিত নিখুঁত। তবে বাড়িতে নেতিবাচকতা সৃষ্টি করে এমন বস্তু রাখাও নিষিদ্ধ।
(৩/৮) পণ্ডিত মনোহর আচার্য জীবনে নেতিবাচকতার সৃষ্টি করে এমন ৫টি বস্তুর কথা উল্লেখ করেছেন। সেই বস্তু গুলি সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
বন্ধ হয়ে যাওয়া ঘড়ি:
(৪/৮) ঘড়ি (Watch) আমাদের সময় সম্পর্কে অবগত রাখে। সময় চলমান, বহমান ধরার মতো এগিয়ে চলে। কিন্তু বন্ধ হয়ে যাওয়া ঘড়ি (Watch) আমাদের জীবনকে রুখে দেয় সেই সময়ে, সামনে এগোতে দেয় না। তাই আপনার বাড়িতে যদি কোনো বন্ধ হয়ে যাওয়া ঘড়ি পড়ে থাকে। তবে সেটি বাড়ি থেকে দ্রুত ফেলে দিন বা সরিয়ে রাখুন।
আরও পড়ুন: আর ৫০০ বা ১০০০ টাকা নয়, এবার মাসে ৯০০০ টাকা পাওয়া যাবে, বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের
পুরনো ক্যালেন্ডার:
(৫/৮) ক্যালেন্ডারও (Calendar) সময়ের ধারা বহন করে। তাই পুরানো ক্যালেন্ডার (Calendar) বাড়িতে রাখা অথবা পুরানো ক্যালেন্ডারের উপর নতুন ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা একদম অনুচিত। এটি আপনার জীবনের অগ্রগতিকে ব্যাহত করে। তাই পুরনো ক্যালেন্ডার ফেলে দেওয়া উচিত।
আরও পড়ুন: Money Making Tips: মাত্র ১০ বছরে কোটিপতি জেনে নিন কীভাবে সম্ভব
কন্টক যুক্ত গাছ:
(৬/৮) পণ্ডিত মনোহর আচার্য বলেন, কাঁটা যুক্ত গাছের বৃদ্ধি অন্য গাছের তুলনায় কম। সেটি অনুন্নতির প্রতীক। তাই বাড়িতে ক্যাকটাস জাতীয় গাছ না রাখাই ভালো। তবে কাটা যুক্ত হলেও গোলাপ এবং ঔষধি গুনসম্পন্ন গাছ বাড়িতে রাখলে অসুবিধা নেই।
ভাঙ্গা আয়না:
(৭/৮) ভাঙা কাচ অশুভ সংকেত বহন করে। এটি মানুষের জীবনে নেতিবাচকতার সঞ্চার করে। মনে করা হয়, ভাঙা কাঁচে যদি আলোর পড়ে তবে সেটি বাড়িতে দুঃখের কারণ হয়ে ওঠে। তাই ভাঙা কাঁচ বা আয়না বাড়িতে রাখা একেবারে অনুচিত।
নেতিবাচক কোন ছবি:
(৮/৮) বাড়িকে সুন্দর ভাবে সাজিয়ে তোলার জন্য আমরা অনেকেই নানা রকম ছবি (Picture) বাড়িতে রাখি। তবে আমাদের সর্বদা মনে রাখা উচিত সেই ছবিগুলি যেন হয় শুভ এবং আনন্দের প্রতিমূর্তি। পন্ডিতের মতে, যুদ্ধ, শিকার, একটি গাছ অথবা মানুষ, কোন কান্নার ছবি বাড়িতে রাখলে সেটি নেতিবাচকতার সঞ্চার করে। তাই এমন তর ছবি বাড়িতে রাখা অনুচিত।