টাকার বিনিময়ে মোবাইলে মিলছে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন! রায়গঞ্জে উত্তেজনা এমন অভিযোগে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WB HS Exam 2024: ‘চুড়ি বিদ্যা মহাবিদ্যা, যদি না পরো ধরা’ বাংলায় এই প্রবাদ শিক্ষার্থী মহলে বহুল প্রচলিত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস হওয়ার ঘটনা নতুন নয়। প্রায় প্রতিবারই সংবাদমাধ্যমে এমন খবর ভেসে ওঠে। আমি এক খবর এলো কোন এক সংবাদ মাধ্যম সূত্রে।

সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ (Raiganj) শহরে নাকি অর্থের বিনিময়ে মোবাইলেই উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে! পরীক্ষার ১ বা ২ দিন আগেই নির্দিষ্ট ব্যক্তিকে অনলাইন পেমেন্ট করলেই ছাত্র-ছাত্রীদের হাতে চলে আসছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র। প্রশ্নপত্রের বিনিময়ে অনলাইন পেমেন্টের পরিমাণও প্রচুর। পেপার প্রতি আট হাজার টাকা পেমেন্ট করলেই ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে প্রশ্নপত্র, যা হুবহু মিলে যাচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে। এমনটাই দাবি করেছে ছাত্র ছাত্রীরা।

রায়গঞ্জের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (WB HS Exam 2024) একাংশ শনিবার সাড়ে সাতটা নাগাদ এই বিষয়ে অভিযোগ জানাতে আসেন। নাম প্রকাশের অনিচ্ছুক এক শিক্ষার্থীর কথায়- “কমপক্ষে আট হাজার টাকা নিয়ে প্রশ্নপত্র বাইরে চলে আসছে। যেহেতু প্রশ্নপত্রে এবছর কিউআর কোড থাকছে, সেজন্য সেই জনৈক ব্যক্তি সরাসরি প্রশ্নপত্রের ছবি না তুলে হাতে লিখে প্রশ্নপত্র দিচ্ছেন। বাংলা পরীক্ষার ক্ষেত্রে সেই প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্র একদম মিলে গেছে।”

অপর এক শিক্ষার্থী জানান- “সোমবার ইংরেজি পরীক্ষা। বিষয়টির সত্যতা যাচাই করতে আজ আমি ঐ ব্যক্তিকে টেলিগ্রামে মেসেজ করে প্রশ্ন চাই। তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে এই প্রশ্নই আসবে তার কি প্রমাণ! তখন আমাদের ইংরেজির আসল প্রশ্নপত্রের প্রথম পাতার দশ সেকেন্ডের ভিডিও পাঠিয়ে ডিলিট করে দেওয়া হয়। তারপরেই আমরা থানার দ্বারস্থ হই।”

আরও পড়ুন: ১০ লাখ টাকা পাবেন ১ টাকার এই বিরল কয়েন বিক্রি করে! পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ছাত্র-ছাত্রীদের আশঙ্কা আগামী পরীক্ষাগুলোতেও এমন ঘটনা ঘটতে পারে। তাই তারা থানার পরামর্শ অনুযায়ী সেদিন সন্ধ্যার পর রায়গঞ্জের কর্ণজূড়ায় সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে যান। সূত্রের খবর ইতিমধ্যে এই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

আরও পড়ুন: ৫ উপায়ে খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করুন, রইলো পদ্ধতি

অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WB HS Exam) উত্তর দিনাজপুর জেলার যুগ্ম আহ্বায়ক সুব্রত সাহা বলেন, “এই অভিযোগ একদম ভুয়ো। বাংলা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এরকম কোনও ঘটনাই ঘটেনি। আঁটসাঁট ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে ছাত্রছাত্রীরা এরকম ঘটনার আশঙ্কা করলে পুলিশের দ্বারস্থ হোক। পুলিশ যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।”

আরও পড়ুন: PAN Card Rules: প্যান কার্ডে এই ভুল করলেই জরিমানা! জানিয়ে দিল আয়কর বিভাগ

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন