এই সময় অনলাইনে দেখাবে যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? সময় জানাল সংসদ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WB HS Result Date and Time: অবশেষে দীর্ঘ অপেক্ষার পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (Higher Secondary Examination)-এর দিন কবে তা প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ই মে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট (Higher Secondary Examination) দেওয়া হবে।

গত বৃহস্পতিবার এই ঘোষণা দেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) তরফ থেকে এই বছর রেজাল্ট ঘোষণা করা হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায়।

আগামী ৮ই মে রেজাল্ট প্রকাশিত হবে দুপুর ১ টায়। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। দুপুর ১ টায় রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে দুপুর ৩টে থেকে। তবে ওই দিন ফলাফল দেখতে পাওয়া গেলেও পরীক্ষার্থীরা তাদের সার্টিফিকেটরেজাল্ট ওই দিনই পাবে না।

এরপরে ১০ মে তারিখে সংসদের ৫৫ টি কেন্দ্র থেকে স্কুলগুলিকে মার্কশিটসার্টিফিকেট দেওয়া হবে। ঐদিন পড়ুয়ারা তাদের নিজেদের স্কুল থেকে মার্কসিটরেজাল্ট সংগ্রহ করতে পারবে। মার্কসিটের ধরন এবার কিছুটা পরিবর্তন করা হয়েছে। নম্বরের পাশাপাশি পারসেন্টেজও লেখা থাকবে এবারের মার্কশিটে।

আরও পড়ুন👉: RBI Barred Bank: এই ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা RBI-এর! বন্ধ হল নতুন অ্যাকাউন্ট খোলা ও ক্রেডিট কার্ড পরিষেবা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, অন্যান্য বছরের তুলনায় এই বছর লোকসভা ভোট (Lok Sabha Election 2024) থাকায় মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পরীক্ষার কিছুটা এগিয়ে করা হয়েছিল। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি তারিখ থেকে এবং চলেছিল ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ২,৩৪১ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭,৯০,০০০ জন পরীক্ষার্থী এই বছর পরীক্ষায় বসেছিল।

৮ মে তারিখে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের রেজাল্ট দেখা যাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbchse.wb.gov.in/-এ । এই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীর রোল নম্বরজন্মতারিখ লেখার পর সাবমিট বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে।

আরও পড়ুন👉: এবার ১ মে থেকে এই সব ব্যাংকের ATM থেকে টাকা তুললেই দিতে হবে অতিরিক্ত মাশুল!

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন: HS Result 2024 Link: প্রকাশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে চেক করবেন? রইল পদ্ধতি