উচ্চ মাধ্যমিক পাশেই ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি (WB ICDS Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WB ICDS Recruitment 2024: পশ্চিমবঙ্গ সরকার-এর (Government of West Bengal) তরফ থেকে রাজ্যের একাধিক জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Recruitment 2024) নিয়োগ করা হবে। মোট ৩৫০০ টি শূন্য পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো-

পদের নাম (Name of the Post)

পশ্চিমবঙ্গ সরকার-এর অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Recruitment 2024) পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

মোট ৩৫০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

বেতন (Salary)

পদে নিয়োগ করার পর প্রার্থীদের মাসিক ১০ হাজার টাকা থেকে বেতন শুরু হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবেদন প্রক্রিয়া (Application Process)

অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি বলে দেওয়া হলো-

১) আবেদনের জন্য প্রথম এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) সেখান থেকে অনলাইনে আবেদনের লিংকে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে হবে।

৩) এরপর সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে।

৪) সেখানে কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে বলা হবে নির্দেশ মতো সেই ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।

৫) আবেদনের সব কাজ সঠিকভাবে সম্পন্ন হলে ফাইনাল সাবমিট করে আবেদনের কাজ সম্পন্ন করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection process)

এই পদে চাকরির জন্য যারা আবেদন করবে তাদের ৯০ মার্কসের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা ইন্টারভিউয়ের ডাক পাবে। ইন্টারভিউয়ে প্রার্থীদের ১.৫ অনুপাতে যোগ্যতার ভিত্তিতে সিলেক্ট করা হবে। যারা নির্বাচিত হবে তাদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of Apply)

অনলাইনে আবেদনের কাজ শুরু হবে ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে। এই আবেদনের কাজ চলবে ২০ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত