রাজ্যে ৫০ হাজার শূন্য পদে প্রাইমারি শিক্ষক নিয়োগ! চাকরি প্রার্থীদের জন্য সুখবর (WB Primary Teacher Recruitment 2024)
(১/৭) বেকার চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সুখবর। ২০২২ সালের টেট পরীক্ষায় (WBTET Exam) যে সমস্ত প্রার্থীরা পাস করে রয়েছেন তাদের জন্য খুশির সংবাদ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education ) তরফ থেকে প্রকাশিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। ৫০ হাজারেরও অধিক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলছে। ২০২২ সালে অসংখ্য চাকরি টেট পরীক্ষায় উত্তীর্ণ (WBTET Exam)হয়েছিলেন।
(২/৭) পরে যারা বিএড (B.ED) করা চাকরি প্রার্থী এবং NOIS থেকে D.EL.ED করেছিলেন সেই সমস্ত প্রার্থীদের বাতিল বলে ঘোষণা করা হয়। বর্তমানে যে সমস্ত প্রার্থী কেবলমাত্র রেগুলার D.EL.ED করছেন তারাই প্রাইমারি টেট পরীক্ষার ইন্টারভিউয়ের (WBTET Interview) যোগ্য বিবেচিত হবেন।
(৩/৭) ২০১৭ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ (WBTET) প্রার্থীদের ইন্টারভিউয়ের (Interview) সময় ১১,৭৬৫ টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তবে উক্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তার মধ্যে ৯,৫৩৩ জনের নামের একটি মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বাকি প্রার্থীদের নাম বর্তমানে আইনি জটিলতায় জড়িয়ে রয়েছে।
(৪/৭) প্রাইমারি শিক্ষা বোর্ডের (West Bengal Board of Primary Education) সভাপতি গৌতম পাল (Gautam pal) জানিয়েছিলেন ২০১৭ সালের মেধাতালিকা প্রকাশিত হওয়ার পর পরই ২০২২ সালে টেট উত্তীর্ণ (WBTET) প্রার্থীদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে এবং সেখানে ৫০ হাজারেরও অধিক শুন্যপদে নিয়োগ করা হবে শিক্ষক।
আরও পড়ুন: ৭৫কোটি ভারতবাসীর ফোন ও আধার নম্বর সংকটে! আপনিও সেই লিস্টে কি না চেক করুন
(৫/৭) প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) সভাপতি গৌতম পাল (Gautam pal) আরও জানিয়েছিলেন যে, ২০১৭ সালের টেট উত্তীর্ণ (WBTET) চাকরিপ্রার্থীদের মেধাতালিকা প্রকাশের ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশিত হবে ২০২২ সালের উত্তীর্ণদের ইন্টারভিউ-এর বিজ্ঞপ্তি।
আরও পড়ুন: Teacher Recruitment 2024: ৫,১১৮ শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি
(৬/৭) তবে ৪৮ ঘন্টা অতিক্রান্ত হবার পরও বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় ২০২২ সালের টেট উত্তীর্ণ (WBTET Exam) চাকরি প্রার্থীরা ৪ দিন অনশনে বসেছেন। এমত অবস্থায় খুব দ্রুত প্রকাশিত হতে পারে নিয়োগের বিজ্ঞপ্তি।
(৭/৭) ২০২২ সালে যে টেট পরীক্ষা (WBTET Exam) অনুষ্ঠিত হয়েছিল সেটি ছিল পুরোপুরি স্বচ্ছ। উক্ত পরীক্ষায় কোনরকম আইনি জটিলতার সৃষ্টি হয় নি। সেজন্য এই বছর স্বচ্ছ ভাবে নিয়োগের কথা বলা হয়েছে। জানানো হয়েছে যে, স্বচ্ছতার সঙ্গে যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ঠিক সেভাবেই ইন্টারভিউয়ের ব্যবস্থাও করা হবে। সেখানে মেধার ভিত্তিতে চাকরি দেয়া হবে প্রার্থীদের। সম্পূর্ণ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে স্বচ্ছতার সঙ্গে।