রাজ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! আজই আবেদনের শেষ দিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন শিক্ষকতার সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন সেই সকল প্রার্থীদের জন্যই আজকের প্রতিবেদনটি। তবে উক্ত পদে চাকরির জন্য লাগবে না কোনো B.ED বা D.EL.ED ডিগ্রি। উক্ত চাকরি সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগকারী সংস্থা (Recruitment Board):

Children Home For Blind Boys School-এর তরফ থেকে করা হবে নিয়োগ।

পদের নাম (Name Of The Post):

Children Home For Blind Boys School-এ একাধিক বিষয়ে করা হবে শিক্ষক নিয়োগ। যে সকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-

১. Science (Academic)

২. English (Academic)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩. Braille (Academic)

৪. Mobility (Academic)

৫. Compute(Academic)

৬. Music

৭. Music–Tabla

৮. Yoga/PT/Meditation

বয়সের সময়সীমা (Age Limit):

উক্ত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

আরও পড়ুন: রাজ্য ১০,০০০ শূন্যপদে পদে কনস্টেবল নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন (WBP Constable Recruitment 2024)

আবেদন প্রক্রিয়া (Application Process):

উক্ত পদে আগ্রহী প্রার্থীরা অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। আগ্রহী আবেদনকারী প্রার্থীদের অবশ্যই আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে, প্রয়োজনীয় নথি গুলি জেরক্স করে, সেগুলিতে নিজের স্বাক্ষর করে জমা দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):

উক্ত চাকরির ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে শিক্ষক নিয়োগ। চলতি বছর মার্চের ১০ তারিখে অনুষ্ঠিত হবে এই চাকরির জন্য ইন্টারভিউ। সেখানে সমস্ত প্রয়োজনীয় নথি গুলির অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। ইন্টারভিউ প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে শিক্ষক।

আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মালদহ মেডিক্যাল কলেজে চাকরির সুযোগ! বিস্তারিত জেনে নিন

আবেদনের সময়সীমা (Last Date Of Application):

উক্ত চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা ৬ মার্চ তারিখ অবধি আবেদনপত্র জমা দিতে পারবেন।

আগ্রহী আবেদনকারী প্রার্থীরা অবশ্যই নিচে দেওয়া অফিশিয়াল নোটিশটি দেখে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন সম্পর্কে জেনে বুঝে তারপর আবেদন করুন।

আরও পড়ুন: LIC-র ডেথ ক্লেম কীভাবে পাবেন? পদ্ধতি জেনে নিন

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন
অফিসিয়াল ওয়েবসাইট👉এখানে দেখুন
অফিসিয়াল নোটিশ ও ফর্ম👉এখানে দেখুন