Breaking News: রাজ্যে ১৫০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আর বেশি দেরি নেই। কিন্তু তার আগে পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission) তরফ থেকে রাজ্যে মোট ১৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের যেসব সরকারি মডেল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে সেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক-শিক্ষিকা হিসেবে প্রার্থী নিয়োগ করা হবে। নিয়োগের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যেসব জেলায় সরকারি স্কুল নেই সেখানে প্রত্যন্ত অঞ্চলগুলিতে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স (National Council for Teachers) এই স্কুল গুলি রয়েছে। এই সমস্ত মডেল ও এনইজি স্কুলগুলি কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হয়ে থাকে। শিক্ষক শিক্ষিকাদের বেতনের একটি বিরাট অংশ কেন্দ্র সরকার (Government of India) বহন করে।

বয়স সীমা

যারা জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেইসব প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ২১ থেকে ৩৯ বছরের মধ্যে এবং SC/ST ক্যাটাগরির প্রার্থীদের ২১ থেকে ৪১ বছরের মধ্যে বয়স হতে হবে।

আরও পড়ুন👉: বেতন বেড়ে গেল লোকসভা ভোটের আগেই! এরা পাচ্ছেন এই ‘উপহার’

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেতন

যারা পোস্ট গ্রাজুয়েট টিচার রয়েছে তাদের মাসিক ৪২,৬০০ টাকা এবং গ্র্যাজুয়েট টিচারদের মাসিক ৩৯,৯০০ টাকা করে বেতন প্রদান করা হয়ে থাকে।

শিক্ষাগত যোগ্যতা

এই পরীক্ষায় বসতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্সমাস্টার ডিগ্রী ছাড়াও বিএড থাকতে হবে।

আরও পড়ুন👉: West Bengal Job: রাজ্যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ! আজই আবেদন করুন

এছাড়াও এই আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন👉: শীঘ্রই ধনী হতে চান? তবে এই কাজ করলে আসবে অঢেল টাকা