৫০০ শূন্যপদে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি! কারা আবেদন করবেন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কারিগরি শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। উক্ত বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের স্কুলগুলোতে ভোকেশনাল শিক্ষক (Vocational Teacher) নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের একাধিক স্কুলগুলিতে করা হবে ভোকেশনাল শিক্ষক নিয়োগ।

প্রাপ্ত খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৫০০ টিরও বেশি শূন্যপদে বিভিন্ন স্কুলে করা হবে শিক্ষক নিয়োগ। রাজ্য জুড়ে স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন প্রকল্প (National Skill Qualification Scheme) ২০১৩ সাল অনুযায়ী ১৩ টি বৃত্তিমূলক বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে বেসরকারি শিক্ষকরা শিক্ষাদান করছেন।

বর্তমানে রাজ্যজুড়ে ভোকেশনাল শিক্ষকের (Vocational Teacher) সংখ্যা ১৪৭২ জন। বর্তমানে রাজ্যের প্রায় ৭২৬ টি সরকার এবং সরকার অধিকৃত স্কুলে এই ভোকেশনাল বিষয়ে শিক্ষাদান করা হচ্ছে।

বর্তমানে রাজ্যের একাধিক স্কুলে ভোকেশনাল কোর্স (Vocational Course) করার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়ছে। উক্ত বিষয়ে পড়ুয়ার সংখ্যা ক্রমাগত বৃদ্ধির ফলে নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আরও পড়ুন👉: লক্ষীর ভান্ডার এখন অতীত, এবার মহিলাদের জন্য বড়োসড়ো ঘোষণা কেন্দ্রের, কী ভাবে সুবিধা পাবেন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সংশ্লিষ্ট এলাকাভিত্তিক যে সমস্ত সংস্থাগুলিকে এই শিক্ষক নিয়োগের দায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদেরকে বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রয়োজন অনুযায়ী রাজ্যজুড়ে বিদ্যালয় গুলিতে নতুন শিক্ষক নিয়োগ করার কথা।

অনুমান করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর নির্দিষ্ট সংস্থা গুলি প্রয়োজন ভিত্তি একাধিক স্কুলগুলিতে ভোকেশনাল শিক্ষক (Vocational Teacher) নিয়োগ সংক্রান্ত বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন👉: Lecturer Recruitment: ১,৮২,৪০০ টাকা পর্যন্ত বেতনে রাজ্যের পলিটেকনিক কলেজে লেকচারার নিয়োগ চলছে, এই ভাবে আবেদন করুন

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন👉: ডিস্টেন্সের লার্নিং-এ এই সব কোর্স আর করা যাবে না! বিজ্ঞপ্তি জারি করলো UGC