Madhyamik Result 2024: সরাসরি রোল নম্বর-জন্মতারিখ দিয়েই মাধ্যমিকের রেজাল্ট দেখুন! রইলো লিংক
মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে জানানো হয়েছে আগামী ২ মে তারিখে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2024) প্রকাশ করা হবে। ২ ফেব্রুয়ারি তারিখ থেকে এই বছর মাধ্যমিকের পরীক্ষা (Madhyamik Exam 2024) শুরু হয়েছিল এবং তা শেষ হয় ১২ ফেব্রুয়ারি তারিখে। পরীক্ষা শেষ হওয়ার দুই মাস ১৩ দিন পর এই বছর মাধ্যমিকের ফলাফল (WBBSE Result 2024) ঘোষণা করা হচ্ছে।
মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE)-এর তরফ থেকে আগামীকাল সকাল ৯ টায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এরপরে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে ন’টা বেজে ৪৫ মিনিট থেকে। রেজাল্ট পাবলিশ হলেই নিচে সরাসরি রেজাল্ট দেখার লিংক থাকবে, সেখানে এক ক্লিকেই দেখতে পাবেন রেজাল্ট। তাই এই পাগেটি bookmark বা save করে রাখুন।
আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট WBBSE-র নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট https://wbresults.nic.in/ থেকে দেখতে পারবেন। এই ওয়েবসাইটে রেজাল্ট দেখার প্রক্রিয়া নিম্নে উল্লেখ করা হলো-
১) রেজাল্ট দেখতে প্রথমে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) ওয়েবসাইট ওপেন হলে স্ক্রিনে Madhyamik Exam 2024 দেখা যাবে সেখানে ক্লিক করুন।
৩) সেখান থেকে ‘Result’ ট্যাবে যান।
৪) এরপর সামনে কয়েকটি ফাঁকা ঘর দেখা যাবে সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ লিখে ইনপুট করুন।
৫) এই তথ্যগুলি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা তা একবার যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করুন। এতে আপনার রেজাল্ট স্ক্রিনে দেখতে পাবেন।
৬) আপনার প্রয়োজনে পাশে থাকা ডাউনলোডের অপশন থেকে রেজাল্টের একটি কপি ডাউনলোড করে রাখতে পারেন।
👇সরাসরি নিচের Button-এ ক্লিক করে রেজাল্ট দেখুন👇
(রেজাল্ট পাবলিশ হলেই লিংক activate হয়ে যাবে, সরাসরি দেখতে পাবেন। তাই এই পেজটি Bookmark বা Save করে রাখুন। বার বার রিফ্রেশ করে চেক করতে পারেন)
এছাড়াও https://wbbse.wb.gov.in-এই ওয়েবসাইটের মাধ্যমে একই নিয়মে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024) দেখতে পারবেন। রেজাল্ট দেখার সময় খেয়াল রাখবেন কোন ভুল না হয়। তবে যে কোন সমস্যায় WBBSE-র হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।