Big News: সেট (SET) পরীক্ষার ফল প্রকাশ করল WBCSC, এক ক্লিকেই দেখে নিন @https://www.wbcsc.org.in

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) WBCSC SET Result 2024: প্রকাশিত হয়েছে সেট (WB SET) পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের (West Bengal College Service Commission) পক্ষ থেকে রাজ্যের সহকারী অধ্যাপক নিয়োগের যোগ্যতা অর্জনের জন্য অনুষ্ঠিত হয় সেট পরীক্ষা (25th. WBSET)। ২০২৩ সালের ১৭ ডিসেম্বর রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয় ২৫ তম সেট পরীক্ষা।

(২/৬) গতবছর রাজ্য জুড়ে অনুষ্ঠিত হওয়া এই ২৫ তম সেট পরীক্ষায় (WBSET Exam) অংশগ্রহণ করেছিল ৮০ হাজার পরীক্ষার্থী। আপনি যদি সেট পরীক্ষার ফলাফল দেখতে চান তবে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

(৩/৬) রাজ্যজুড়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেট পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮০ হাজার।  পূর্বে কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.wbcsc.org.in/)-এ প্রকাশিত হয়েছে উত্তরপত্র (WB SET Answer key) ।

(৪/৬) সরকারি অধ্যাপক নিয়োগের যোগ্যতা অর্জনের এই পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ৮০ হাজার। গতকাল সন্ধ্যায় কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে ২৫ তম সেট পরীক্ষার (SET Exam) ফলাফল।

আরও পড়ুন: Money Making Tips: এই নিয়মগুলো মেনে চললে জীবনে কখনও টাকার কমতি হবে না!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
WBCSC SET Result 2024

(৫/৬) কলেজ সার্ভিস কমিশনের (WBCSC) তত্ত্বাবধানে পরিচালিত হয় এই পরীক্ষাটি। গত বছর ২৫ তম সেট পরীক্ষায় আবেদনকারীদের ১৫ শতাংশ প্রার্থীই অংশগ্রহণ করেননি এই পরীক্ষায়। রাজ্যজুড়ে বিভিন্ন কলেজের সহকারি অধ্যাপক পদে নিয়োগের যোগ্যতা অর্জনের জন্য এই পরীক্ষা নেওয়া হয়।

আরও পড়ুন: Weather Update: আসছে দুর্যোগ! রাজ্যে ২ দিন ধরে ঝড়বৃষ্টির পূর্বাভাস! কবে? জেনে নিন

(৬/৬) গতবার অনুষ্ঠিত সেট পরীক্ষায় ৩৩ টি বিষয়ে উপর পরীক্ষার আয়োজন করেন কলেজ সার্ভিস কমিশন (CSC)। পশ্চিমবঙ্গ জুড়ে মোট ১১১ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এই সেট পরীক্ষা (WBSET Exam)।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন
Link 1:👉এখানে দেখুন
Link 2:👉এখানে দেখুন