রাজ্যে ১০,০০০ শূন্যপদে পদে কনস্টেবল নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন (WBP Constable Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WBP Constable Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফ থেকে আগেই জানানো হয়েছিল বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফ থেকে রাজ্য পুলিশ কনস্টেবল (West Bengal Police Constable 2024) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ৭ মার্চ থেকে ৫ মে অবধি আগ্রহী প্রার্থীরা উক্ত পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। https://prb.wb.gov.in-এই পোর্টালে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে গেলেই অফিসিয়াল নোটিসটি দেখতে পাবেন।

শূন্য পদের সংখ্যা (Number Of Vacancy):

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কনস্টেবল পদে মোট ১০,২৫৫ জন কর্মী নিয়োগ (WB Constable Recruitment 2024) করা হবে। তার মধ্যে কনস্টেবল পদে ৭২২৮ জন কর্মী এবং মহিলা কনস্টেবল পদে ৩০২৭ জন কর্মী নিয়োগ করা হবে।

বয়সের সময়সীমা (Age Limit):

১ জানুয়ারি ২০২৪ অনুসারে, উক্ত পদে আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

ভাষাগত যোগ্যতা (Linguistic Competence):

আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ভালোভাবে বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। তবে যে সকল আবেদনকারী প্রার্থীরা কালিম্পং এবং দার্জিলিং জেলার হিম সাব ডিভিশন অঞ্চল থেকে আবেদন করবেন তাদের জন্য এই নিয়মটি বলবৎ হবে না। তবে ১৯৬১ সালের ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট ধার্য্য করা হবে।

আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মালদহ মেডিক্যাল কলেজে চাকরির সুযোগ! বিস্তারিত জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: এই ৮টি কাজ করলে ব্যান হয়ে যেতে পারে আপনার WhatsApp অ্যাকাউন্ট! জেনে নিন

আবেদন পদ্ধতি (Application Process):

উক্ত পদের জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীরা নিচের ধাপ গুলি অবলম্বন করুন।

১. আবেদনকারী প্রার্থীদের আগে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটটি লগইন করুন।

২. তারপর হোমপেজে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রেজিস্ট্রেশন লিংক ২০২৪ অপশনে যান।

৩. সেখানে উল্লেখিত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করুন।

৪. এরপর আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন।

৫. এরপর গুরুত্বপূর্ণ নথি গুলি স্ক্যান করে আপলোড করুন।

৬. তারপর আবেদন বাবদ ধার্য মূল্য দিয়ে ফ্রমটি সাবমিট করুন।

৭. সবশেষে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখুন।

আরও পড়ুন: LIC-র ডেথ ক্লেম কীভাবে পাবেন? পদ্ধতি জেনে নিন

আবেদনের সময়সীমা (Last Date Of Application):

উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীরা ৭ মার্চ থেকে অনলাইন পদ্ধতি মাধ্যমে আবেদন করতে পারবেন। যেটি চলবে এক মাস ব্যাপী অর্থাৎ ৫ মে অবধি।

আগ্রহী প্রার্থীদের কাছে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন আগে অফিশিয়াল ওয়েবসাইটটি ভালোভাবে পর্যালোচনা করার পর আবেদন করেন।

আরও পড়ুন: DA News: বেতন বৃদ্ধি সরকারি কর্মীদের! কি ঘোষণা মোদী সরকারের?

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন