Weather Update: আসছে দুর্যোগ! রাজ্যে ২ দিন ধরে ঝড়বৃষ্টির পূর্বাভাস! কবে? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আজ ১ মার্চ শুক্রবার কলকাতা আকাশ রয়েছে রৌদ্র ঝলমল। ভোরবেলা হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই রোদের তাপের তীব্রতা বাড়ছে রাজ্যজুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের ভাবটাও বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুসারে, আজ কলকাতায় বেলার দিকে গরমের তীব্রতা ৩০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। আগামীকালও আবহাওয়া থাকবে শুষ্ক। রবিবার এবং সোমবার দিন কলকাতা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল এবং সেই সঙ্গে হতে পারে ঝোড়ো হাওয়া।

কবে মিলবে বৃষ্টির দেখা?

আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, রবিবার এবং সোমবার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে হতে পারে হাওয়া। আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। রবিবার দিন উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে হতে পারে ঝোড়ো হাওয়া।

কত রয়েছে কলকাতা তাপমাত্রা?

আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যেটি স্বাভাবিক তাপমাত্রা থেকে ১°C কম। আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২০.৭°C। গত দিন কলকাতার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯% এবং সর্বনিম্ন ৩৩%।

আগামী ৫ দিনের আবহাওয়া:

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুসারে, ক্রমশ বৃদ্ধি পাবে দিনের তাপমাত্রা। আগামী ৫ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা খুব বেশি পার্থক্য থাকবে না। আগামী ৫ দিনে রাতের তাপমানের খুব বেশি পার্থক্য হচ্ছে না উত্তরবঙ্গেও।

আরও পড়ুন: এই ১০ অভ্যাস ব্যর্থ মানুষের, যা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

তাপমাত্রা পরিমাপ:

আজ উত্তরবঙ্গে দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮°C। আজ কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২°C। আজ জলপাইগুড়ির তাপমাত্রা নেমেছে ১৪.৪°C। আজ মালদায় তাপমাত্রা সর্বনিম্ন ১৭.৯°C। আজ পুরুলিয়া তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন ১৩.১°C। আজ বাঁকুড়া জেলার তাপমাত্রা সর্বনিম্ন ১৫.৮ °C। আজ ক্যানিংয়ের তাপমাত্রা নেমেছে ১৮.৪°C। আজ বর্ধমানের তাপমাত্রা ১৮° সেলসিয়াস। আজ দিঘার তাপমাত্রা ২০.৪° সেলসিয়াস। শ্রীনিকেতনের তাপমাত্রা আজ রয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। কাঁথি উপকূলের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই ৫০০০ শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত (RRB Recruitment 2024)

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন