WB Co-Operative Bank Recruitment 2024: অষ্টম শ্রেণি পাশেই রাজ্যে কো-অপারেটিভ ব্যাঙ্কে চাকরির সুযোগ! রইল আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

রাজ্যে কো-অপারেটিভ ব্যাংকের তরফ থেকে Office Attendant পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১২৬টি শুন্য পাদে কর্মী নিয়োগ করা হবে। নূন্যতম অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের আবেদন চলছে। এই পদে নিয়োগ গাড়ি প্রার্থীদের প্রতি মাসে ১৬,৫০০ টাকা থেকে ৪৪,০৫০টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। নিম্নের চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

রাজ্যে কো-অপারেটিভ ব্যাংকের (West Bengal Co-Operative Bank) তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

রাজ্যে কো-অপারেটিভ ব্যাংকের তরফ থেকে Office Attendant পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

মোট ১২৫ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেতন (Salary)

যাদের এই চাকরির পদে নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে ১৬,৫০০ টাকা থেকে ৪৪,০৫০টাকা বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে www.wbstcb.com-এ যেতে হবে। সেখানে রেজিস্ট্রেশন করার পর উপযুক্ত তথ্য দিয়ে আবেদনের কাজ সম্পূর্ণ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই চাকরির পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের যে কোন প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১৫ মে, ২০২৪ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন