স্কুলের পড়ুয়াদের ট্যাব কিনতে টাকা দেওয়া হবে! কত টাকা? বিজ্ঞপ্তিতে জানাল রাজ্য সরকার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) West Bengal Free Tablet Scheme 2024: দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ফোন বা ট্যাব দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এইবার ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার ঘোষণা নিয়ে নতুন বার্তা দিলেন তিনি। এইবার থেকে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীতে গিয়ে ছাত্র-ছাত্রীদের ট্যাব দেওয়া নয়। ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হলে সরকার থেকে ট্যাব দেওয়া হবে।

(২/৬) একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়া হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বিকাশ ভবনের (Bikash Bhavan) তরফ থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ শুরু হবে আগামী অর্থ বর্ষ অর্থাৎ ২০২৪-২৫ থেকে। যারা সরকারি স্কুলে, সরকারি সাহায্যপ্রাপ্ত অথবা মাদ্রাসার একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়া হবে।

(৩/৬) রাজ্য শিক্ষা দপ্তর (West Bengal Education Department) ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নবান্ন সূত্রে এই বিজ্ঞপ্তি গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। কোন ছাত্র বা ছাত্রী যদি সরকার কর্তৃক এই ট্যাব কেনার টাকা পেতে চায় তাহলে তার জন্য তাকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে থাকতে হবে।।

(৪/৬) গত মঙ্গলবার প্রকাশিত বিকাশ ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নতুন এই নির্দেশিকা আগামী অর্থবছর অর্থাৎ ২০২৪-’২৫-থেকে চালু করা হবে। এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ২০ লক্ষ পড়ুয়াকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এর জন্য সরকার প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় করবে।

আরও পড়ুন: শীঘ্রই আধার কার্ডে এই ২টি ডকুমেন্ট আপলোড করুন! হাতে সময় কম, রইলো পদ্ধতি!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) সামনেই লোকসভা ভোট আসছে এই ভোটের ঘোষণা হয়তো সত্যি সপ্তাহে বা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হয়ে যেতে পারে। তবে তার আগে পড়ুয়াদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী এই ঘোষণা জারি করলেন। তার মতে এর পূর্বে দ্বাদশ শ্রেণীতে পড়াকালীন পড়ুয়াদের ফোন কেনার টাকা দেওয়া হতো কিন্তু ওই সময়ের টাকা দেওয়াতে তাদের পড়ার বিশেষ অসুবিধা হতো।

আরও পড়ুন: রাজ্যের কলেজে অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, বিস্তারিত জেনে নিন

(৬/৬) এইবার সরকারের নির্দেশ মাথায় একাদশ শ্রেণীতে পড়ুয়াদের ফোন কেনার টাকা দিলে তারা এই মোবাইল নিজেদের পড়াশোনার কাজে ব্যবহার করতে পারবে যেহেতু এখন পড়াশোনা অনেকটাই ডিজিটাল মাধ্যম হয়ে গেছে তাই এই ফোন তাদের পড়াশোনার কাজে বিশেষ সহযোগী হয়ে উঠবে।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: এবার নতুন সময়ে স্কুল ছুটি হবে! কটার সময়? কতদিন এমন চলবে?