West Bengal Jobs: জেলায় স্বাস্থ্য বিভাগে চাকরির সুবর্ণ সুযোগ! আজই আবেদন করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অস্থায়ী ভিত্তিতে মেডিকেল অফিসার (Medical Officer) সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে নিয়োগ কারী প্রার্থীদের মাসিক ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।

নিয়োগকারী সংস্থার নাম

ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম

যেসব পদে চাকরি প্রার্থী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (পেডিয়াট্রিক ও G & O), মেডিক্যাল অফিসার (ব্লাড ব্যাংক), মেডিক্যাল অফিসার (আর কে এস কে), স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন, পিডিয়াট্রিক, অপথলমলোজিস্ট এবং G & O) ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন👉: ভোটের আবহেই স্কুলে নিয়োগের ঘোষণা! শূন্যপদ কত? বিরাট ঘোষণা রাজ্য সরকারের

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বয়সসীমা

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন

এই সমস্ত পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক বেতন হিসেবে ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা প্রদান করা হবে। প্রত্যেকটি পদের জন্য মাসিক বেতন আলাদা আলাদা রয়েছে। বিস্তারিত জানার জন্য এর মূল বিজ্ঞপ্তি ফলো করুন। 

আরও পড়ুন👉: ৫ বছরেই আপনার টাকা ডবল হয়ে যাবে LIC-র এই পলিসিতে!

আবেদন প্রক্রিয়া

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের জেলা প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে প্রার্থীদের ১০০ টাকা এবং তফশিলি জাতি, উপজাতি সহ অন্যান্য সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ৫০ টাকা প্রদান করতে হবে।

আরও পড়ুন👉: DA অতীত! ৬০০০ টাকা করে কর্মীদের দেবে পশ্চিমবঙ্গ সরকার! বিজ্ঞপ্তি জারি নবান্নের

শিক্ষাগত যোগ্যতা

যেহেতু জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে সেই অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা লাগবে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি সম্পূর্ণ পড়ুন।

আবেদনের শেষ তারিখ

প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবে আগামী ৫ মে ২০২৪ তারিখ মধ্যরাত্রি পর্যন্ত।

এছাড়াও আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে মূল বিজ্ঞপ্তি দেখে নিন।

আরও পড়ুন👉: DA অতীত! ৬০০০ টাকা করে কর্মীদের দেবে পশ্চিমবঙ্গ সরকার! বিজ্ঞপ্তি জারি নবান্নের

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন👉: Google Pay: গুগল পে থেকে ঘরে বসেই ১৫,০০০ টাকা পাবেন! পদ্ধতি জেনে নিন