West Bengal Job : প্রচুর ছেলে-মেয়ে মাসে ১২ হাজার টাকা বেতনের চাকরি পাবেন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৭) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বঙ্গবাসীদের জন্য নিয়ে এলেন একটি বড় ঘোষণা। পশ্চিমবঙ্গবাসী পেতে চলেছেন ১২ হাজার টাকা বেতনের চাকরি। মুখ্যমন্ত্রী পুরুলিয়াতে এক বক্তৃতা সভায় বসে এই সিদ্ধান্ত জানান। চাকরি প্রার্থীরা ৬০ বছর বয়স অবধি এই চাকরি করতে পারবেন।

(২/৭) ওই দিন উক্ত বিষয় সম্পর্কে আলোচনা করতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুরুলিয়ার একটি প্রশাসনিক সভার  ব্যবস্থা করেন। সেই সভায় ১,০০০  ফরেস্ট ভলেন্টিয়ার (Forest Volunteer ) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি তিনি জানান ৭০০ জনকে খুব শীঘ্রই উক্ত চাকরিতে নিয়োগ করা হবে। এছাড়াও তিনি জানান যে, সমস্ত বাসিন্দারা জঙ্গলের মধ্যে যেকোনো কারণে মারা গিয়েছে বা আহত হয়েছে সেইসব বাসিন্দাদের পরিবারের মধ্যে থাকা যেকোনো সদস্যকে এই চাকরি দেওয়া হবে।

(৩/৭)   এই চাকরিতে নিয়োগের পর তারা প্রত্যেকেই মাসিক ১২ হাজার টাকা করে বেতন পাবেন। এই চাকরির জন্য ২০১১ সাল থেকে সর্বমোট ৭৩৮ টি আবেদন জমা পড়েছে। এই আবেদন গুলি জমা পড়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, জলপাইগুড়ির প্রভৃতি জেলা থেকে। যে সমস্ত আবেদন গুলি জমা পড়ে গেছে সেই সমস্ত আবেদনকারীর নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে।

(৪/৭) উক্ত সভায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  কেন্দ্রীয় সরকারের (Government Of India)বিরুদ্ধেও নানান অভিযোগ তুলেছেন। তিনি বলেন, নির্বাচনের পূর্বে মাহাতোআদিবাসিদের মধ্যে বিবাদ তৈরি করার চেষ্টা করছেন কেন্দ্র সরকার। এই ফাঁদে নাগরিককে পা দিতে বারণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী  আদিবাসীদের জমি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে জানান যে, আদিবাসীদের জমি কেড়ে নিতে বা হস্তান্তর হতে তিনি দেবেন না তার জন্য তিনি যথেষ্ট আইনি ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন: SBI Car Loan: 5 লাখ টাকা গাড়ি কেনার জন্য দিচ্ছে স্টেট ব্যাংক! প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৭) মুখ্যমন্ত্রী আদিবাসী ও মাহাতোদের মধ্যে যাতে ঝামেলা না হয় তার জন্য যা তার হাতে থাকবে সবই করে দেবেন তিনি। তিনি আরো বলেন যে, মাহাতোরা যাতে আদিবাসী হিসাবে ঘোষিত হয় তার চেষ্টা তিনি দীর্ঘদিন ধরেই করছেন। তাই মাহাতোরা যেসব অঞ্চলে বাস করেন সেই সব অঞ্চলগুলি তিনি সার্ভে করে দেখেছেন।  মাহাতো ও আদিবাসীর মধ্যে যাতে বিবাদ না সৃষ্টি হয় তার জন্য তিনি তাদের সমস্ত দাবি মেনে নেওয়ার চেষ্টা করবেন এবং আরো বলেন তিনি চেষ্টা করবেন আদিবাসীদের যাতে কোন সমস্যা না হয় সেটা দেখাতে।

আরও পড়ুন: ধনী হতে চান? তাহলে ধনী হওয়ার এই ১২ টি সূত্র মেনে চলতে হবে (How to Get Rich)

(৬/৭) এই সভায় ১০০ দিনের কাজের অর্থ সম্পর্কেও আলোচনা করা হয় উক্ত সভায়। তিনি জানান বর্তমানে সার্ভে করে দেখা গেছে যে, পশ্চিমবঙ্গের বাসিন্দারা তাদের বাকি থাকা ১০০ দিনের কাজের টাকা পেতে শুরু করেছেন এছাড়াও আর দু-তিন দিনের ভিতরে ৫০ লক্ষ মানুষ এই টাকা পেয়ে যাবেন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

(৭/৭) কেন্দ্রীয় সরকারের (Government Of India)বিরুদ্ধে অভিযোগ করে   মুখ্যমন্ত্রী বলেন,আবাস যোজনার প্রথম ধাপের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। যদি ১ এপ্রিলের মধ্যে এই  টাকা কেন্দ্র সরকার না দেয়   তাহলে রাজ্য সরকার রাজ্যের তহবিল থেকে এই টাকা মুকুব করে দেওয়ার দাবি করেছেন তিনি।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন