পশ্চিমবঙ্গ পুলিশে লেডি কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষিত হলো, বিস্তারিত জেনে নিন
(১/৪) West Bengal Lady Constable Recruitment: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Service commission) পশ্চিমবঙ্গ পুলিশ ২০২৩ লেডি কনস্টেবল (Lady Constable) পদে নিয়োগের জন্য চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ মেইন পরীক্ষার তারিখ প্রকাশে এলো। ২০২৪ সালে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই চূড়ান্ত পরীক্ষা।
(২/৪) উক্ত পরীক্ষার জন্য ১০ জানুয়ারি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড-এর অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in এবং wbpolice.gov.in থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীরা আবেদনপত্রে রোল নাম্বার এবং জন্ম তারিখ লিখে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটি (Admit Card)ডাউনলোড করতে পারবেন।
(৩/৪) পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Police Service commission) তরফ থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে (Admit card) প্রদত্ত নির্দেশাবলী যথাযথ ভাবে মান্যতা দেওয়া এবং পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Service commission) এবং পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কিত অফিশিয়াল ওয়েবসাইট গুলিতে নজর রাখার নির্দেশ দিয়েছে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট (Print Out of Admit card) সহ আসল পরিচয় পত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে।
(৪/৪) মোবাইল ফোন, ব্লুটুথ এনাবলড হিয়ারিং ডিভাইস, পোর্টেবল স্ক্যানার, স্মার্ট ঘড়ি-সহ ডিজিটাল হাতঘড়ি, ক্যালকুলেটর বা জালিয়াতির অন্য কোনো প্রকার জিনিস নিয়ে প্রবেশে রয়েছে কঠোর নিষোজ্ঞা। পরীক্ষা চলাকালীন এই সমস্ত জিনিসগুলি যদি পরীক্ষার্থীদের কাছে পাওয়া যায় তবে উক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার দিন হাই হিল যুক্ত জুতা পড়া কঠোরভাবে নিষিদ্ধ।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের পদ্ধতি:
১. পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Police Service commission)অফিশিয়াল ওয়েবসাইটে wbpolice.gov.in যান।
২. নিয়োগ অপশনে মধ্যে অ্যাডমিট কার্ডের লিংকটিতে যান।
৩. আবেদনপত্রে দেওয়া রোল নাম্বার (Application Roll Number) এবং জন্ম তারিখ (DOB) লিখুন।
৪. এবার আপনার সামনে আপনার অ্যাডমিট কার্ড (Admit Card) খুলে যাবে।
৫. শেষে অ্যাডমিট কার্ডটি (Admit Card) ডাউনলোড করুন এবং একটি প্রিন্ট আউট বার করুন।
৬. পরীক্ষার দিন এই অ্যাডমিট কার্ডটি (Admit Card) সঙ্গে করে নিয়ে যাওয়া আবশ্যক।