এবার নতুন সময়ে স্কুল ছুটি হবে! কটার সময়? কতদিন এমন চলবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) এক ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের পূর্বেই স্কুল শিক্ষক এবং শিক্ষা কর্মীরা স্কুল থেকে চলে যেতে পারবেন। তবে এই নিয়মটি সকল শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য প্রযোজ্য নয়। কেবলমাত্র ইসলাম ধর্মী শিক্ষক ও শিক্ষা কর্মীরা দুপুর ৩:৩০ মিনিট সময়ের পর স্কুল থেকে যেতে পারবেন বাড়ি।

রমজান মাস উপলক্ষে পুরো ৩০ দিন তারা এই সুবিধাটি উপভোগ করতে পারবেন। বাকি শিক্ষক এবং শিক্ষা কর্মীদের নির্ধারিত সময় অনুযায়ী স্কুল শেষ করে ফিরতে হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBPE) তরফ থেকে জানানো হয়েছে যে স্কুল শিক্ষার্থীদের অর্থাৎ পড়ুয়াদেরও নির্ধারিত সময় অনুযায়ী স্কুল করতে হবে।

গত বুধবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘২০১১ সালের ২ অগস্ট রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেটার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে যে রোজার সময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদনপ্রাপ্ত স্কুলের মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা দুপুর তিনটে ৩০ মিনিটেই স্কুল থেকে চলে যেতে পারবেন।’

তবে সকল মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও শিক্ষা কর্মীরা যে নির্ধারিত সময়ের আগে স্কুল থেকে যেতে পারবেন তা নয়। যে সমস্ত শিক্ষক বা শিক্ষা কর্মীরা ছুটি নিতে চান তারা নির্ধারিত সময়ের কিছুটা আগে স্কুল থেকে যেতে পারবেন।

আরও পড়ুন👉: WB HS Exam: এবার ২ বার দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা! সংসদের দেওয়া নতুন নিয়ম জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

তবে এটি একবারেই নতুন কথা নয়। গতবার রমজান মাসেও ইসলাম ধর্মী শিক্ষক ও শিক্ষা কর্মীদের এই বিশেষ সুযোগটি প্রদান করা হয়েছিল। সারাদিনের উপবাস ভেঙ্গে বিকালের ইফতারের যোগ দিতে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেই উদ্দেশ্যেই স্কুল ছুটির নির্ধারিত সময়ের কিছুটা আগে ছুটির সুবিধা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন👉: প্রাইমারী শিক্ষক নিয়োগে B.Ed মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের! জানুন বিস্তারিত

ইসলাম ধর্মী শিক্ষক ও শিক্ষা কর্মীরা যাতে বিকালে পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে ইফতার করতে পারেন সেই কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রমজান মাসে এই ১ মাস রোজার পর রাজ্যের সমস্ত স্কুলগুলিতে ছুটি থাকবে ঈদের সময়। ঈদ উৎসবের পর আবারও পূর্বের নিয়মে স্কুল চলবে এবং নির্ধারিত ছুটির সময় অনুযায়ী স্কুল ছুটি হবে। শিক্ষক এবং শিক্ষা কর্মীরা আর দুপুর ৩ টে ৩০ মিনিটে ছুটি নিতে পারবেন না। একই নিয়ম প্রযোজ্য হবে শিক্ষার্থীদের ক্ষেত্রেও।

আরও পড়ুন👉: কলকাতা পুলিশের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, রইলো সরাসরি আবেদনের লিংক

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন