WB SSC: SLST চাকরিপ্রার্থীদের জন্য কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি জারি, কারা ডাক পাবেন?
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) তরফ থেকে SLST(২০১৬) পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ‘পার্সোনালি টেস্ট’-এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত ১০ শতাংশ শূন্যপদ পূরণে চাকরিপ্রার্থীদের পার্সোনালি টেস্ট-এর উদ্দেশ্যে জারি হয়েছে এই বিজ্ঞপ্তি।
উক্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে উল্লেখিত হয়েছে যে, শারীরিকশিক্ষা (Physical Education) ও কর্মশিক্ষা (Work Education) বিভাগের চাকরিপ্রার্থীরা এই পার্সোনালিটি টেস্টে অংশ নিতে পারবেন না। উক্ত চাকরিপ্রার্থীদের প্যানেল প্রস্তুত হয়ে গেলেও নতুন একটি মামলায় আটকে থাকার কারণে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) গত মঙ্গলবার রাতে একটি বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৬ সালে উত্তীর্ণ SLST চাকরিপ্রার্থীদের (শারীরিকশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ের চাকরিপ্রার্থীরা বাদে) আগামী ০২/০৪/২০২৪ তারিখে WBSSC-এর সদর দপ্তরে উপস্থিত থাকতে হবে।
চাকরিপ্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com-এর মাধ্যমে ২৭ মার্চ তারিখ থেকে ‘পার্সোনালিটি টেস্ট’-এর ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। যে সকল চাকরিপ্রার্থীরা ‘পার্সোনালিটি টেস্ট’-এর ডাক পাবেন তারা তাদের সমস্ত নথিপত্রের আসল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সহ উপস্থিত থাকার কথা বলা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নির্ধারিত দিনের যদি কোন প্রার্থী উপস্থিত থাকতে না পারেন তবে তাকে আর কোনো সুযোগ প্রদান করা হবে না।
আরও পড়ুন: কন্যাশ্রী প্রকল্পে চাকরির সুযোগ! কারা কী ভাবে আবেদন করবেন?
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানান, “স্কুল সার্ভিস কমিশন ১০ শতাংশ আপার প্রাইমারি পদে প্রায় ১৫০০-এর বেশি যোগ্য পার্শ্বশিক্ষকের ইন্টারভিউ আগামী ২রা এপ্রিল থেকে নেওয়ার নোটিফিকেশন প্রকাশ করেছে। আমাদের দাবি, স্কুলস্তরে সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করুক রাজ্য সরকার। সংগ্ৰামী যৌথ মঞ্চের বক্তব্য, ভোটের মুখে লক্ষাধিক শূন্যপদের মধ্যে সামান্য কিছু শূন্যপদ পূরণ করে আন্দোলন থমকে দেওয়া যাবে না, সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে।”
আরও পড়ুন: Madhyamik Result 2024: মাধ্যমিকের ফলপ্রকাশ শীঘ্রই! রেজাল্ট দেখতে পাবেন এই ভাবে
গত সোমবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ SLST চাকরিপ্রার্থীদের সঙ্গে একটি আলোচনা সভা করেন। আলোচনা শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘‘আমরা চেষ্টা করছি নিয়োগ নিয়ে এই জটের যাতে নিষ্পত্তি করা যায়। অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক করতে যাচ্ছি। যোগ্যরা যাতে নিয়োগ পান, তা সুরাহা করার চেষ্টা করছি।’’
আরও পড়ুন: ৪ লক্ষ টাকা পাওয়ার সুযোগ এই সরকারি প্রকল্পে ৫০০ টাকা বিনিয়োগ করেই
চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা সভা শেষে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর কিভাবে আইনি জটিলতা নিষ্পত্তি ঘটিয়ে SLST উত্তীর্ণ আপার প্রাইমারি(নবম-দ্বাদশ) চাকরিপ্রার্থীদের নিয়োগ করা যায় সেই সংক্রান্ত আলোচনার জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্তের শরণাপন্ন হন। তারপরই মঙ্গলবার রাতে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
আরও পড়ুন: Gold Price Today: রোজ কমছে সোনার দাম! এই সুযোগেই কেনাকাটা করার সুযোগ
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন: Medicine Alert: ওষুধের পাতার পিছনে লাল দাগ থাকে, এর কারণ কি বিপদ সংকেত?