রাজ্যে কো-অপারেটিভ ব্যাংকে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

West Bengal State Co-Operative Bank Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা www.webcsc.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলতি বছর মার্চ মাসের ১১ তারিখ থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। যেটি চলবে ২০২৪ সালের ১০ এপ্রিল অবধি।

নিয়োগকারী সংস্থার নাম (Name Of The Recruitment Board):

ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের (West Bengal State Co-Operative Bank Limited) তরফ থেকে করা হবে নিয়োগ।

পদের নাম (Name Of The Post):

ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের থেকে করণিক ক্যাডার পদে করা হবে কর্মী নিয়োগ।

শূন্যপদের সংখ্যা (Number Of Vacancy): 

উক্ত পদে মোট শূন্য পদের সংখ্যা ৫০ টি। যার মধ্যে জেনারেল (UR) ক্যাটাগরির প্রার্থীদের জন্য রয়েছে ২৫ টি আসন। OBC (A) এবং OBC (B) ক্যাটাগরির প্রার্থীদের জন্য আসন সংখ্যা যথাক্রমে ৫ টি এবং ৫টি। SC ক্যাটাগরির প্রার্থীদের জন্য আসন সংখ্যা ১০ টি এবং ST ক্যাটাগরির প্রার্থীদের জন্য আসন সংখ্যা ৫টি

আরও পড়ুন: Madhyamik-HS Result 2024: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় খবর সামনে এলো!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

মাসিক বেতন (Monthly Salary):

উক্ত চাকরিতে নিয়োগ করা কর্মীদের মাসে ৩৮,৫১৩.০৭ টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

উক্ত চাকরির ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে। (UGC) দ্বারা সরকার স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকা আবশ্যক। তবে যে সকল প্রার্থী অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.Tech বা M.Tech করেছেন তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা অথবা যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের তথ্য প্রযুক্তিতে ডিপ্লোমা কোর্স থাকা আবশ্যক।

আরও পড়ুন: সরাসরি রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

বিশেষ দ্রষ্টব্য:

১. আগ্রহী প্রার্থীদের আবেদন জমা দেওয়ার তারিখের পূর্বে ইউজিসি (UG) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় ডিগ্রি থাকতে হবে। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (AICTE) শিক্ষা প্রতিষ্ঠান বা ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পয়েন্ট নং 1-এ গণনা করা কারিগরি বা পেশাদার যোগ্যতার কোর্স থাকতে হবে। সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকতে হবে।

আরও পড়ুন: Breaking News: অবশেষে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ! নবম থেকে দ্বাদশে শিক্ষক নিয়োগের বড় আপডেট

২. আগ্রহী প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে, পড়তে, লিখতে জানতে হবে। তবে যদি কোন প্রার্থীর মাতৃভাষা নেপালি হয় তাদের জন্য এই নিয়মটি প্রযোজ্য হবে না। (০২/০৩/২০১৬ অর্থ বিভাগের তরফ থেকে প্রকাশিত ১২৪৩-F(P) বিজ্ঞপ্তি অনুসারে।)

UR কথার অর্থ Unreserved Catagory, SCকথার অর্থ তপশীলি জাতি, OBC-র অর্থ অন্যান্য অনগ্রসর শ্রেণী।

উক্ত সংস্থার নিয়ম অনুসারে ঘোষিত হয়েছে শূন্যপদগুলির বিভাগের সংরক্ষণের তালিকা।

উক্ত বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল ওয়েবসাইটটি (www.webcsc.org) ভালোভাবে দেখার অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন: WB SSC: SLST চাকরিপ্রার্থীদের জন্য কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি জারি, কারা ডাক পাবেন?

অ্যাড্রেস:

PWD Buildings, Block-‘A’ [Ground Floor), Khadya Bhawan Complex, 11A, Mirza Ghalib Street,

Kolkata-700087

Advertisement No. 02/2024

আরও পড়ুন: ৪ লক্ষ টাকা পাওয়ার সুযোগ এই সরকারি প্রকল্পে ৫০০ টাকা বিনিয়োগ করেই

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন