MS Dhoni: IPL-এর সময় মহেন্দ্র সিং ধোনি ব্রেকফাস্টে কী খান? সামনে এল ভিডিও
MS Dhoni Breakfast: IPL শুরুর ঠিক আগের দিনই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। রুতুরাজ গায়কোয়াড় (Rituraj Gaikwad) হবেন চেন্নাই সুপার কিংস (CSK)-এর নতুন অধিনায়ক। ৪৩ বছরের হতে যাওয়া মাহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। আইপিএল চলাকালীন মহেন্দ্র সিং ধোনি সকালবেলার প্রাতরাশ হিসাবে কি খান সেই ভিডিও শেয়ার করলো চেন্নাই সুপার কিংস (CSK)। নিম্নে সেই ভিডিও তুলে ধরা হয়েছে।
ডায়েট অনুযায়ী চলেন পেশাদার ক্রিকেটাররা। তবে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেন সকলের থেকে ভিন্ন। অধিনায়কত্বের যেমন ধোনি নিজস্ব সিদ্ধান্ত মেনে চলেন তেমনি খাবারের ক্ষেত্রেও তিনি নিজের নিয়ম ফলো করেন। চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অল থিঙ্গস ইয়োলোভের প্রথম এপিসোড পাবলিশ করেছে। সেই ভিডিওতে চেন্নাই সুপার কিংস (CSK) দলের এক শেফ বলেন উক্ত টিমের প্লেয়াররা বেশিরভাগ দিন কি খাবার খেয়ে থাকেন।
সেই ভিডিওতে ওই শেফ বলেন,”থালা সকালে ডিমের ধোসা খেতে খুবই পথন্দ করেন। এমনকী বেশির ভাগ দিন কিচেনে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে ধোসা কেমনভাবে বানাতে হবে তা বলে দেন। অন্যদের থেকে ধোনির পছন্দের ধোসা একটু আলাদা। তাঁর অধিনায়কত্বের মত। এছাড়া অন্যান্য সময়ের খাওয়ারের ক্ষেত্রেও একই কাজ করে থাকেন থালা।”
দেখুন সেই ভিডিও👉: https://x.com/ChennaiIPL/status/1770737210137952377?s=20
২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচ দিয়ে এবছরের IPL অভিযান শুরু করবে CSK টিম। ৫ বার IPL চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) দলের নতুন অধিনায়ক ঘরের মাঠে প্রথম ম্যাচ দিয়ে এ বছরের আইপিএল যাত্রা শুরু করতে উৎসুক হয়ে আছেন।
আরও পড়ুন👉 SBI Home Loan: ২০ বছর মেয়াদে SBI থেকে ৩৫ লাখ টাকার হোম লোন নেবেন? কত সুদ দিতে হবে?
গুরুত্বপূর্ণ লিংক
দেখুন সেই ভিডিও👉: FD interest Rate: এই ব্যাংকের FD-তে মিলছে 9.25% সুদ! বিনিয়োগ করলেই মালামাল