Gold Reserve: কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা আছে? কত নম্বরে ভারত জানেন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৮) Gold Reserve: কমবেশি প্রায় প্রত্যেকটা দেশই নিজেদের রাজকোষে মজুত রাখে সোনা (Gold)। সোনার এই মজুত দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হয়। যখন কোন দেশে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয় তখন এই সঞ্চিত সোনায় (Gold) পরিস্থিতি সামাল দিতে কাজে আসে। এই সঞ্চিত সোনা কোন দেশের মুদ্রার দাম নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে।

(২/৮) অনুমান করা হয় সোনার (Gold) মূল্যের স্থায়িত্ব অন্যান্য সম্পদের তুলনায় অনেক বেশি। এমনও একাধিক দেশ আছে যারা শোনার মজুদ নিয়ে তত বেশি ভাবেন না কিন্তু বিশ্বের উন্নতশীল দেশগুলি এ ব্যাপারে বেশ সচেতন।

(৩/৮) ফোর্বস-এর তরফ থেকে প্রকাশিত হয়েছে, বিশ্বের কোন দেশের হাতে কত পরিমান সোনা সঞ্চিত আছে সেই তালিকা। উক্ত তালিকার প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছে ভারত (India)। উক্ত তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন দেশ? ভারতই বা রয়েছে কততম স্থানে? জানুন বিস্তারিত।

(৪/৮) ফোর্বসের তরফ থেকে প্রকাশিত তালিকা অনুসারে, বিশ্বের মধ্যে সবথেকে বেশি পরিমাণ সোনা সঞ্চিত রয়েছে আমেরিকা (America) দেশটির কাছে। অর্থাৎ উক্ত তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা। আমেরিকা (America) দেশের সঞ্চিত সোনার পরিমাণ প্রায় ৮১ হাজার ৩৩৬ টন

(৫/৮) এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি (Germany)। জার্মানি(Germany) দেশটিতে কাছে সঞ্চিত সোনার পরিমাণ ৩ হাজার ৩৫২ টন। উক্ত তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি (Italy) । উক্ত দেশটির কাছে সঞ্চিত সোনার পরিমাণ ২ হাজার ৪৫১ টন। এই তালিকায় ৪র্থ স্থানে রয়েছে ফ্রান্স (France)। ফ্রান্স দেশটির কাছে সঞ্চিত সোনার পরিমাণ ২ হাজার ৪৩৬ টন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৬/৮) এই তালিকায় ৫ম স্থানে রয়েছে রাশিয়া (Russia)। এই দেশটির কাছে সঞ্চিত সোনার পরিমাণ ২ হাজার ৩৩২ টন। উক্ত তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে চিন (China)। উক্ত দেশটির কাছে সঞ্চিত সোনার পরিমাণ ২ হাজার ১৯১ টন। এই তালিকার ৭ম স্থানে রয়েছে সুইজারল্যান্ড (Switzerland)। দেশটির সঞ্চিত সোনার পরিমাণ ১ হাজার ৪০ টন।

(৭/৮) এই তালিকায় ৮ম স্থানে রয়েছে জাপান (Japan)। জাপান দেশটির কাছে সঞ্চিত সোনার পরিমাণ ৮৪৫ টন। এর পর নবম স্থানে রয়েছে ভারত (India)। ভারতের (India) কাছে সঞ্চিত সোনার পরিমাণ ৮০০ টন। এই তালিকায় দশম স্থান অধিকার করেছে নেদারল্যান্ড (Netherland)। উক্ত দেশটির কাছে সঞ্চিত সোনার পরিমাণ ৬১২ টন।

(৮/৮) সোনা মজুত রাখার নিরিখে ইউরোপের দেশগুলি আছে এগিয়ে। শীর্ষে স্থান অধিকার করেছে আমেরিকা (America)। এশিয়ার মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে চিন (China)। এশিয়ার দেশ গুলির মধ্যে ভারত (India) ও জাপান (Japan) দেশটিও রয়েছে সোনা মজুতের এই তালিকায়।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন