Ram Mandir: রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি এই ব্যক্তি দান করেছেন! জানলে আকাশ থেকে পড়বেন
(১/৬) Ayodhya Ram Mandir: অযোধ্যাতে উদ্বোধন হলো শতাধিক পুরানো রাম মন্দিরের (Ram Mandir) । গত ২২ জানুয়ারি উক্ত মন্দিরে করা হয়েছে প্রভু শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা। গোটা দেশ জুড়ে মুক্ত হস্তে মন্দির নির্মাণে দান করা দেশবাসী। সেলিব্রেটি থেকে ব্যবসায়ী সকল মানুষই মন্দির নির্মাণের জন্য এগিয়ে এসেছেন। এই মন্দির নির্মাণের সবচেয়ে বেশি পরিমাণে দান করেছেন একজন ব্যক্তি। তিনি ঠিক কত টাকা দান করেছেন জানলে আশ্চর্য হবেন।
(২/৬) এবার কি ভাবছেন? যিনি সব বেশি দান করছেন তিনি কোনো জনপ্রিয় সেলিব্রেটি বা বিখ্যাত ব্যবসায়ী? না তিনি তা নন। এই মন্দির নির্মাণে সবথেকে বেশি দানকারী ব্যক্তির নাম কেউ অনুমান করতে পারবেন না। তিনি হলেন একজন গুজরাটি আধ্যাত্মিক গুরু এবং রাম কথা আবৃত্তিকার মোরারি বাপু। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামের মন্দির নির্মাণ ট্রাস্টের (Shri Ram Janmabhoomi Tirthakhetra Trust) তরফ থেকে জানা গেছে যে, বাপু রাম মন্দিরের জন্য একাই এই বিপুল পরিমাণ আনুদান করেছেন।
(৩/৬) মোরারি বাপু প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে রামায়ণ কথা প্রচারে যুক্ত রয়েছেন। তিনি দেশে, বিদেশে রমকথা প্রচার করেন। তিনি নিজে একজন প্রভু শ্রীরামের ভক্ত। সেই প্রভু শ্রীরামের মন্দির নির্মাণের তিনি ১৮.৩ কোটি টাকার অনুদান সংগ্রহ করে দান করেছেন। তিনি বিভিন্ন দেশে, বিদেশে রাম কথা প্রচার করেই এই অর্থ সংগ্রহ করে অনুদান দিয়েছেন মন্দির নির্মাণে।
(৪/৬) তিনি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামের মন্দির নির্মাণ ট্রাস্টের হতে অনুদান দিয়েছেন ১১.৩০ কোটি টাকা। তিনি ব্রিটেন (Britain) এবং ইউরোপে (Europe) রামকথা অনুষ্ঠানের মাধ্যমে ৩.২১ কোটি টাকা সংগ্রহ করেন। আমেরিকা (America), কানাডা (Canada) সহ একাধিক দেশে গিয়ে ৪.১০ কোটি টাকার দান সংগ্রহ করেন। এই পরিমাণ অর্থ তিনি দ্রুত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে দান করবেন।
আরও পড়ুন: ফ্রি-তে iPhone 15 দিচ্ছে Paytm! এভাবে নিন ফায়দা
(৫/৬) ২০২০ সালের আগস্ট মাসে মোরারি বাপু গুজরাতের পিথোরিয়াতে একটি ভার্চুয়াল বক্তব্যের দ্বারা মন্দির নির্মাণের দানের জন্য ভক্তদের কাছে আবেদন জানান। এরপরই কোটা ভারত জুড়ে তাঁর ভক্তগণ এবং বিভিন্ন বিদেশে থাকা তাঁর অনুরাগীরা দান পাঠাতে থাকেন। তিনি জানান, ‘‘আমরা ইতিমধ্যে ১১.৩ কোটি টাকা রাম জন্মভূমি ট্রাস্টকে হস্তান্তর করেছি। এই বছরের ফেব্রুয়ারিতে আমি রামকথা করার পরে বিদেশ থেকে সংগৃহীত অবশিষ্ট অর্থ রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টে দান করব ৷’’
আরও পড়ুন: Business Idea: কোটি টাকা আয় করুন এই ব্যবসা করে! দরকার পড়বে না চাকরি করার
(৬/৬) মোরারি বাপু বলেছেন, ‘‘আমাদের মোট অনুদান হবে ১৮.৬ কোটি টাকা।’’ গত ৬ দশক ধরে মুরারি বাপু রামকথা প্রচারের সঙ্গে যুক্ত আছেন। বাপু এও বলেছেন যে, “রামমন্দির উদ্বোধন হওয়ায় আমার মন আনন্দে ভরে গিয়েছে”। মোরারি বাপু এই ভাবেই অযোধ্যা বিবাদের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সকলকে আহ্বান করেছেন।