স্টেট ব্যাঙ্কের কোন FD-তে সবচেয়ে বেশি সুদ মিলছে? বিনিয়োগের আগে অবশ্যই জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

দেশের বৃহত্তম রাষ্ট্রয়ত্ত ব্যাংক গুলির মধ্যে একটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। এই ব্যাংকে গ্রাহকদের সুবিধার জন্য একাধিক স্কিম চালু রয়েছে। গ্রাহকদের বিনিয়োগের ওপরে সর্বাধিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে একাধিক বিনিয়োগ পরিকল্পনা রয়েছে। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো এমন একটি প্রকল্প সম্পর্কে যেখানে অল্প সময়ের বিনিয়োগে পাবেন অধিক অর্থ। এখানে আলোচনা করব SBI ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Deposit Scheme) সম্পর্কে।

SBI Fixed Deposit স্কিম গ্রাহকদের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত হচ্ছে। বর্তমানে SBI ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের প্রদান করা হচ্ছে উচ্চ সুদের হার। গ্রাহকদের সুবিধার্থে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) তার সঞ্চয় স্কিমগুলির উপর সুদের হার বৃদ্ধি করেছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম গুলিতে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বিনিয়োগ করতে পারবেন। যদিও সময় ভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে প্রদান করা হয় ভিন্ন ভিন্ন সুদের হার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) একাধিক ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমগুলির সুদের হার কত তা জেনে নিন।

SBI ব্যাংকে নবীন নাগরিকদের জন্য সুদের হার:

৭ দিন থেকে ৪৫ দিনের বিনিয়োগের উপর সুদের হার ৩.৫০ শতাংশ৪৬ দিন থেকে ১৭৯ দিনের স্থায়ী আমানতের উপর সুদের হার ৪.৭৬ শতাংশ১৮০ দিন থেকে ২১০ দিনের স্থায়ী আমানতের উপর সুদের হার ৫.৭৫ শতাংশ২১১ দিন থেকে ১ বছরের ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ক্ষেত্রে সুদের হার ৬.০০ শতাংশ

আরও পড়ুন: Petrol-Diesel Price: পেট্রোল-ডিজেলের দাম কি কমবে লোকসভা ভোটের আগে? জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

১ বছর থেকে ২ বছরের কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৬.৮০ শতাংশ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য স্থায়ী আমানতের উপর সুদের হার ৭.০০ শতাংশ ৩ বছর এবং ৫ বছরের কম সময়ের জন্য স্থায়ী আমানতের উপর সুদের হার ৬.৬৫ শতাংশ৫ বছর থেকে ১০ বছরের স্থায়ী আমানতের উপর সুদের হার ৬.৫০ শতাংশ। নবীন নাগরিকদের জন্য ৪০০ দিনের অমৃত কলস স্কিমে বিনিয়োগের উপর সুদের হার ৭.১০ শতাংশ প্রদান করছে SBI

SBI ব্যাংকে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার:

৭ দিন থেকে ৪৫ দিনের স্থায়ী আমানতের উপর সুদের হার ৪.০০ শতাংশ৪৬ দিন থেকে ১৭৯ দিনের স্থায়ী আমানতের উপর সুদের হার ৫.২৫ শতাংশ১৮০ দিন থেকে ২১০ দিনের স্থায়ী আমানতের উপর সুদের হার ৬.২৫ শতাংশ২১১ দিন থেকে ১ বছরের ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ক্ষেত্রে সুদের হার ৬.৫০ শতাংশ

আরও পড়ুন: দাবিদারহীন ৪২ হাজার কোটি টাকা দেশের বিভিন্ন ব্যাঙ্কে পড়ে রয়েছে! সেই বিপুল টাকা কী ভাবে পাওয়া যাবে?

১ বছর থেকে ২ বছরের কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৭.৩০ শতাংশ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য স্থায়ী আমানতের উপর সুদের হার ৭.৫০ শতাংশ ৩ বছর এবং ৫ বছরের কম সময়ের জন্য স্থায়ী আমানতের উপর সুদের হার ৭.২৫ শতাংশ৫ বছর থেকে ১০ বছরের স্থায়ী আমানতের উপর সুদের হার ৭.৫০ শতাংশসিনিয়র নাগরিকদের জন্য ৪০০ দিনের অমৃত কলস স্কিমে বিনিয়োগের উপর সুদের হার ৭.৬০ শতাংশ প্রদান করছে SBI

SBI FD স্কিমে বিনিয়োগে লভ্যাংশ কেমন?

আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ব্যাংকে অর্থ বিনিয়োগ করেন তবে উক্ত সুদের হার অনুসারে পাবেন অর্থ ফেরত। ধরুন আপনি যদি SBI ব্যাংকে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে আপনার বিনিয়োগ করা ৫ লক্ষ টাকার উপর আলাদা ভাবেও সুদ প্রদান করা হবে। ৫ লক্ষ টাকার FD উপর SBI ব্যাংকের সুদের হার এবং কি কি সুবিধা থাকছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।

SBI ব্যাংকে ১ বছরের স্থায়ী আমানত উপর ৬.৯০ শতাংশ সুদ প্রদান করা হচ্ছে। আপনি যদি ৫ লক্ষ টাকা SBI ব্যাংকে ১ বছরের জন্য বিনিয়োগ করেন তবে একই পরিমাণ সুদের হারে আপনি মেয়াদ শেষে সুদ হিসাবে পাবেন ৩৫ হাজার ৪০৩ টাকা। এবার আপনি যদি ৫ লক্ষ টাকা ২ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তবে ৭ শতাংশ সুদের হার মেয়াদ শেষে আপনি সুদ হিসাবে পাবেন ৭৪,৪৪১ টাকা

আরও পড়ুন: Telegram Income Tips: টেলিগ্রাম থেকে বাড়ি বসেই ইনকাম করুন! রইলো সহজ পদ্ধতি

এবার আপনি যদি ওই একই পরিমাণ অর্থ ৩ বছর সময়ের জন্য বিনিয়োগ করেন তবে সেক্ষেত্রে ৭.১০ শতাংশ সুদের হারে মেয়াদ শেষে সুদ হিসাবে পাবেন ১,১৭,৫৩৮ টাকা। এবার আপনি যদি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তবে আপনি ৭.৫০ শতাংশ সুদের হারে মেয়াদ শেষে সুদ হিসাবে পাবেন ২,২৪,৯৭৪ টাকা অর্থাৎ মেয়াদ শেষে মোট অর্থের পরিমাণ হবে ৭,২৪,৯৭৪ টাকা

আরও পড়ুন: CAA Rules: দেশজুড়ে কার্যকর হল CAA! এর কারণ কী? কারা আবেদন করতে পারবেন?

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন