Aadhaar Card: বাতিল হচ্ছে কেন আধার কার্ড? কাদের হচ্ছে? কী করতে হবে? বড় নির্দেশ জারি করলো নবান্ন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৭) এই সময়ে ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) খোলা থেকে চাকরির ইন্টারভিউ (Job Interview) এমনকি সরকারি প্রকল্পের সুবিধা ও যেকোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন পেতে হলে আধার কার্ড থাকা আবশ্যক। কিন্তু বর্তমানে এ রাজ্যের একাধিক বাড়িতে ‘আধার নিষ্ক্রিয়’ (Aadhaar Card) হওয়ার চিঠি পাঠানো হয়েছে বলে দাবি উঠেছে। যে জন্য অনেক মানুষই চিন্তার শেষ নেই। এই চিঠি কেন পাঠানো হচ্ছে? এই চিঠি পাওয়ার পর প্রথম করণীয় কি? জানুন বিস্তারিত।

(২/৭) এই সমস্যায় জর্জরিত মানুষদের জন্য বড় ঘোষণা করল নবান্ননবান্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী যে, সমস্ত জেলায় আঁধার কার্ড (Aadhaar Card) বাতিল হয়েছে সেই সকল জেলার মানুষের নামের একটি তালিকা করে দ্রুত জমা দিতে হবে।

(৩/৭) মুখ্যসচিব একটি নির্দেশিকা জারি করে বলেছেন, ‘আপনারা প্রয়োজনে তাঁদের বাড়িতে বাড়িতে যান। তাঁদের বিস্তারিত ঠিকানা এবং আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আসুন। নবান্নে তাঁদের বিস্তারিত তথ্য আমাদের পাঠান।’

(৪/৭) গত সোমবার জেলা প্রশাসকদের সঙ্গে একটি আলোচনা সভায় বসেন মুখ্যসচিব। সেখানে থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নবান্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, উক্ত নির্দেশিকাই মুখ্যসচিব বলেন, ‘যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে তাঁদের জন্য আমরা একটি পোর্টাল চালু করছি। সেই পোর্টালের বিস্তারিত আপনাদের দেওয়া হবে।’

আরও পড়ুন: ১১ লক্ষ টাকা পেয়ে যাবেন প্রতিদিনে ৮৭ টাকা জমা করে, LIC-র এই বিশেষ প্ল্যান জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৭) ওই দিন জেলা প্রশাসকদের সঙ্গে ৪০ মিনিট ধরে আলোচনা সভা করেন মুখ্যসচিব। উক্ত বিষয় নিয়ে ক্ষোভের সঙ্গে প্রধানমন্ত্রীকে (Prime Minister of India) চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

(৬/৭) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উক্ত বিষয় নিয়ে অভিযোগ করে বলেন, ‘তফশিলি ফেডারেশন থেকে শুরু করে একাধিক জায়গা থেকে আমি অভিযোগ পাচ্ছি। লোকসভা ভোটের আগে এই ধরনের আতঙ্ক কেন তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে? তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতিদের (ST) বেছে বেছে আধার কার্ড (Aadhaar Card)বাতিল করে দেওয়া হচ্ছে এটা খুব দুঃখজনক।’

(৭/৭) এই আধার কার্ড (Aadhaar Card) নিষ্ক্রিয় করার ঘটনার নেপথ্যে প্রধানমন্ত্রীকে (Prime Minister Of India) দায়ী করেছেন মুখ্যমন্ত্রী (CM)। উক্ত বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন