Post Office Scheme: আপনার টাকা ডবল হয়ে যাবে পোস্ট অফিসের এই স্কিমে! কী ভাবে জানুন
Kisan Vikas Patra Scheme: ভারতের মধ্যবিত্ত নাগরিকদের নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পোস্ট অফিস স্কিম গুলি সর্বাধিক জনপ্রিয়। তবে এই জনপ্রিয়তার পশ্চাতে রয়েছে বেশ কিছু কারণ। পোস্ট অফিসের (Post Office) এই স্কিন গুলি সরকার দ্বারা পরিচালিত হয়। সেজন্য এই স্ক্রিনে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত। পোস্ট অফিসের এই স্কিম গুলিতে সুদের হারও বেশ ভালো। পোস্ট অফিস দ্বারা পরিচালিত এই স্কিম গুলি সাধারন মানুষের বোধগম্য হয়। পোস্ট অফিসে একাধিক স্কিমে রয়েছে কর ছাড়, ঋণ এবং বিমার সুবিধা।
আজকে এই প্রতিবেদনে আলোচনা করব পোস্ট অফিসের এমনই একটি বহুল জনপ্রিয় স্কিম সম্পর্কে। এই স্কিমটি হলো কিষান বিকাশ পত্র (KVP) স্কিম। এই স্কিমের অধীনে বিনিয়োগকারীরা বার্ষিক ৭.৫ শতাংশ সুদের হার পেয়ে থাকেন। কিষান বিকাশ পত্র হল ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন একটি এককালীন বিনিয়োগ প্রকল্প।
পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে আপনি একটি নির্দিষ্ট সময় পর আপনার বিনিয়োগ করা অর্থ দ্বিগুণ হারে ফেরত পাবেন। বিনিয়োগকারীরা চাইলে পোস্ট অফিস বা বড় ব্যাংকের মাধ্যমে এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন।
বিনিয়োগ করা অর্থ কতদিনে ডবল হবে?
পোস্ট অফিসের এই কিষান বিকাশ পত্র (KVP) স্কিমে বিনিয়োগকারীরা ন্যূনতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। সেজন্য যে কোন ভারতীয় নাগরিকই এই স্কিমের বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের আয়তায় বিনিয়োগকারীরা ৭.৫ শতাংশ হারে অর্থ রিটার্ন পাবেন।
আরও পড়ুন👉: আর যেতে হবে না ব্যাঙ্ক বা ATM-এ! এবার বাড়িতেই টাকা পৌঁছে যাবে এই ভাবে
২০২৩ সালের এপ্রিল মাসে এই প্রকল্পের সুদের হার ৭.২ শতাংশ থেকে বর্ধিত করে ৭.৫ শতাংশ করা হয়েছে। সংশ্লিষ্ট এই প্রকল্পে অর্থ ডবল হতে আগে সময় লাগতো ১২০ মাস। কিন্তু সুদের হার বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এই প্রকল্পে অর্থ দ্বিগুণ হতে সময় লাগে ৯ বছর ৭ মাস অর্থাৎ ১১৫ মাস।
৫ লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে হয়ে যাবে প্রায় ১০ লক্ষ টাকা। আপনি যদি এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে ৭.৫ শতাংশ সুদের হারে ১১৫ মাস অর্থাৎ ৯ বছর ৭ মাস পর আপনার অর্থ দ্বিগুণ হয়ে যাবে। কোন বিনিয়োগকারী যদি এই প্রকল্পের আওতায় ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে মেয়াদ শেষে তিনি পাবেন ১২ লক্ষ টাকা।
আরও পড়ুন👉: Madhyamik Result 2024 Date: মাধ্যমিকের রেজাল্ট 2024 কবে বরোবে? এলো গুরুত্বপূর্ণ তথ্য
জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা:
বিনিয়োগকারীরা চাইলে স্বামীর, সন্তান, স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারেন এই প্রকল্পের আওতায়। এই প্রকল্পে একজন নমিনি রাখতেই হবে। বিনিয়োগকারীরা চাইলে ২ বছর ৬ মাস পর এই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারেন।
আরও পড়ুন👉: Central Railway Recruitment 2024: ৯,০০০-এর বেশি শূন্যপদে রেলে নিয়োগ চলছে,শীঘ্রই আবেদন করুন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Money Money Online: এই ৯ উপায়ে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, রইলো বিস্তারিত