গরমে বিদ্যুতের বিল নিয়ে চিন্তায়? এই ৫ পদক্ষেপে বিল এক ধাক্কায় কমে যাবে!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ভিড়ে এখন মধ্যবিত্তের সংসারে ইলেকট্রিক জিনিসপত্রের অবস্থান বেশি লক্ষ্য করা যায় আর সেই সূত্রে সময় শেষে ইলেকট্রিক বিলও আসে বেশি। অতিরিক্ত এই বিদ্যুৎ বিল (Electricity Bill) মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে এমন অনেক ছোট ছোট টিপস রয়েছে যেগুলো ফলো করলে বিদ্যুৎ বিল (Electricity Bill) অনেকটাই কমানো যায়। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সেই বিষয়েই জানাবো।

পুরনো যন্ত্রপাতির ব্যবহার এড়িয়ে চলা

আপনার বাড়িতে যদি পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে তাহলে এখনই তা সরিয়ে ফেলুন। কারণ পুরনো যন্ত্রপাতিগুলি বৈদ্যুতিক বিল প্রচুর পরিমাণে খরচ করে, এর ফলে বিদ্যুৎ বিল অনেকটা বাড়িয়ে দেয়। এখন বাজারে শক্তি সাশ্রয়ী ৫ স্টার রেট যুক্ত যন্ত্রপাতি চলে এসেছে। ওইগুলো ব্যবহার করলে বিদ্যুৎ অনেকটা সাশ্রয় করা যায়।

ইলেকট্রিক যন্ত্রের সুইচ অফ রাখা

শুধুমাত্র ইলেকট্রিক যন্ত্রপাতিগুলি ব্যবহারের সময়ে তার সুইচ অন রাখা এর বাইরে যখন ঘরের বাইরে যাবেন তখন সেগুলি অবশ্য মনে করে অফ রাখবেন। এমন অনেক সময় দেখা যায় যে আমরা ঘরের বাইরে গেলে ইলেকট্রিক যন্ত্রপাতির সুইচগুলি অফ করতে ভুলে যায়। এর ফলে বিদ্যুৎ বিল অনেকটা বেশি চলে আসে। তাই অপ্রয়োজনে ইলেকট্রিক যন্ত্রের সুইচ সব সময় অফ রাখতে ভুলবেন না। এমনকি ফোনের চার্জার বা ল্যাপটপের মত ছোট ছোট ডিভাইসগুলির ক্ষেত্রে একই বিষয় মনে রাখতে হবে।

আধুনিক বাল্বের ব্যবহার

আপনার বাড়িতে যদি এলইডি বাল্বের (LED Bulb) পরিবর্তে অন্য কোন বাল্ব ব্যবহৃত হয়ে থাকে তাহলে আজই তা পরিবর্তন করুন কারণ বর্তমান সময়ে আধুনিক এলইডি লাইট গুলি অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করে তাই আজই করে নিয়ে আসুন এলইডি লাইট।

আরও পড়ুন👉: Fraud Call: সাবধান! এই নম্বর থেকে ফোন এলে ভুলেও ধরবেন না, সতর্ক করল কেন্দ্র সরকার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

অনর্থক বিদ্যুৎ অপচয় না করা

সব সময় খেয়াল রাখবেন যেন আপনার বিদ্যুৎ যেন অনর্থক কাজে ব্যয় না করা হয়।  কথায় আছে বিন্দু বিন্দু জমে সিন্ধু হয়। আপনার যে বিষয়টিকে হয়তো খুব সাধারণ বলে মনে হচ্ছে সেটি হয়তো আপনার বিদ্যুৎ বিল অনেকটা বাড়িয়ে দিচ্ছে তাই এই বিষয়ে সাবধান থাকবেন। কম্পিউটার ও মোবাইল চার্জারের কাজ হয়ে গেলে তা সব সময় অফ রাখতে ভুলবেন না। এর সঙ্গে সঙ্গে আপনার ঘরে থাকা টিভিকে স্ট্যান্ডবাই মোডে কখনোই রাখবেন না।

আরও পড়ুন👉: HS Result Date 2024: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়ো খবর সামনে এলো! এই সময় প্রকাশ হতে পারে রেজাল্ট

এসির সঠিক ব্যবহার

এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে তাই মানুষ বেশি করে এয়ার কন্ডিশনার (Air Conditioner) বা এসি (AC) ব্যবহার করবে। তবে এসি (AC) ব্যবহার করলে যে বিদ্যুৎ বিল বেশি আসে ব্যাপারটা তেমন একেবারেই নয়। এসির সঠিক ব্যবহার করতে না জানলে এসি থেকে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হয়। এসি (AC) ব্যবহার করার সময় এটিকে যদি ২৪ ডিগ্রি অটোমেটিক সেটিংয়ে চালানো হয় তাহলে বিদ্যুৎ বিল অনেকটা কম আসে।

আরও পড়ুন👉: LIC Scheme: ২৮ লক্ষ টাকা পাবেন LIC-তে প্রতিদিন ২০০ টাকা জমা করেই! দেখে নিন পদ্ধতি

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি