Jio-র এইসব রিচার্জ প্ল্যানে সারা বছরের চিন্তা শেষ; রোজ 2.5GB ডেটার সঙ্গে Prime, Hotstar ফ্রি
Jio Recharge Plans: বর্তমানে দেশের সবচেয়ে প্রথম সারির টেলিকম সংস্থা হল Jio টেলিকম সংস্থা। দেশের সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক এই সংস্থার সিম ব্যবহার করে। তবে প্রতিমাসে রিচার্জ করতে কারই বা ভালো লাগে, অনেকে দীর্ঘমেয়াদী কোন প্ল্যান গ্রহণ করতে পছন্দ করে। আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের জিও-র কয়েকটি দীর্ঘমেয়াদী প্ল্যান (Jio Recharge Plan) সম্পর্কে জানাবো।
জিও (Jio) তার গ্রাহকদের সুবিধার কথা ভেবে কয়েকটা দীর্ঘমেয়াদি অর্থাৎ এক বছরের রিচার্জ প্ল্যান অফার করেছে এই প্ল্যানগুলি গ্রহণ করলে গ্রাহকরা প্রতিদিন ১০০ টি এস এম এস, আনলিমিটেড কলিং ও উচ্চগতির ডেটার সঙ্গে আরো অনেক সুবিধা পাওয়া যাবে। নিম্নে জিও-র ৩৬৫ দিনের রিচার্জ প্লানগুলির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
Jio-র ২,৯৯৯ টাকার অফার
জিওর ২,৯৯৯ টাকার এই অফার গ্রহণ করলে আপনি পাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস, প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। উচ্চগতির এই নেট শেষ হয়ে যাওয়ার পরে ৬৪ kbps গতিতে ইন্টারনেট চলবে। এছাড়া অন্যান্য সুবিধার মধ্যে Jio অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধা ৩৬৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। রিচার্জের বৈধতা থাকবে এক বছর অর্থাৎ ৩৬৫ দিন পর্যন্ত।
Jio-র ৩,২২৭ টাকার অফার
Jio-র ৩,২২৭ টাকার রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে আপনি পাবেন ৩৬৫ দিনের বৈধতার সঙ্গে প্রতিদিন ১০০ এসএমএস আনলিমিটেড কলিং ও প্রতিদিন ২ জিবি নেট। ৩৬৫ দিনে আপনি মোট ডেটা পাবেন ৭৩০ জিবি। প্রতিদিন নেট শেষ হয়ে যাওয়ার পরে ৬৪ kbps গতিতে ইন্টারনেট চলবে। যারা অন্যান্য সুবিধার মধ্যে Jio অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস ও অ্যামাজন প্রাইম ভিডিয়ো মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা এক বছরের জন্য।
আরও পড়ুন👉: ১৬ টি সরকারি চাকরির প্রস্তাব খারিজ করে আজ IPS তৃপ্তি দেশ সেবার লক্ষ্যে কর্মরত
Jio-র ৩,২২৭ টাকার অফার
জিওর ৩,২২৭ টাকার অফার এই রিচার্জ প্ল্যান দিচ্ছে এক বছরের বৈধতার সঙ্গে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ও প্রতিদিন ২ জিবি করে ডেটা। এক বছরের মোট ডেটা পাওয়া যাবে ৭৩০জিবি। এছাড়াও অন্যান্য সুবিধার মধ্যে Disney + Hotstar সাবস্ক্রিপশন ও Amazon Prime Video Mobile Edition-এর বার্ষিক মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন এক বছর পর্যন্ত।
আরও পড়ুন👉: WBSSC: নবম-দশমে ২,০৮১ জন শিক্ষক নিয়োগে অনিয়ম! নিয়োগ দুর্নীতিতে ৩৬৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Heat Wave: পশ্চিমবঙ্গের এই ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি! আপনার জেলাও আছে কি না দেখে নিন