৩৫ লাখ টাকা পেতে পারেন প্রতি মাসে মাত্র ১,৫০০ টাকা দিয়ে, এই স্কিম সম্পর্কে না জানলে পস্তাবেন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) Post Office Scheme: Post Office-এ বিনিয়োগ সরকার দ্বারা পরিচালিত হয়। এজন্য পোস্ট অফিসে বিনিয়োগে রয়েছে সুরক্ষার সঙ্গে ১০০ শতাংশ অর্থ ফেরতের নিশ্চয়তা। যে কারণে অধিকাংশ মানুষের নিশ্চিত বিনিয়োগের মাধ্যম হয়ে উঠেছে পোস্ট অফিস। পোস্ট অফিসে এমন অনেকগুলি প্রকল্প রয়েছে যার মাধ্যমে আপনি সামান্য অর্থ বিনিয়োগ করে পেতে পারেন বেশ মোট অংকের টাকা। এমন একটি প্রকল্প হল গ্রাম সুরক্ষা যোজনা প্রকল্প (Gram Suraksha Yojana)।

(২/৬) ভারতীয় ডাক বিভাগের জীবন বীমা প্রকল্পের দ্বারা নিয়ন্ত্রিত হয় গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha Yojana) প্রকল্পটি। উক্ত প্রকল্পের আওতায় মাসে ১৫০০ টাকা বিনিয়োগ করে আপনি পেয়ে পারেন ৩৫ লক্ষ টাকা। এই প্রকল্পটি প্রস্তুত হয়েছে বিশেষত গ্রামের মানুষদের জন্য।

এই প্রকল্পে কারা বিনিয়োগ করতে পারবেন?:

(৩/৬) গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha Yojana) প্রকল্পের আওতায় ১৯ বছর থেকে ৫৫ বছর বয়সি ব্যক্তিরা বিনিয়োগযোগ্য বলে বিবেচিত হবেন। উক্ত প্রকল্পে বিনিয়োগকারীরা সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বাধিক ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। উক্ত প্রকল্পে বিনিয়োগ কারীরা প্রিমিয়ামের টাকা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে জমা করতে পারবেন।

অর্থ ফেরতের পরিমাণ:

(৪/৬) উক্ত প্রকল্পের আয়তায় যদি কোন ব্যক্তি দিন ৫০ টাকা অর্থাৎ মাসে ১৫০০ টাকা করে বিনিয়োগ করেন তবে মেয়াদ শেষে ওই ব্যক্তি ৩৫ লক্ষ টাকা অবধি রিটার্ন পেতে পারেন। ধরুন আপনি যদি ১৯ বছর বয়সে ১০ লক্ষ টাকার গ্রাম সুরক্ষা যোজনা করেন, তবে আপনাকে আপনার ৫৫ বছর বয়স অবধি মাসে ১৫১৫ টাকা করে প্রিমিয়াম জমা দিতে হবে।

লোন গ্রহণের সুবিধা:

(৫/৬) আপনি যদি উক্ত প্রকল্পের আওতায় বিনিয়োগ করেন তবে বিনিয়োগের ৪ বছর পর থেকে ঋণ নিতে পারবেন। আপনি যদি পলিসি সারেন্ডার করতে চান তবে আপনি যেদিন থেকে পলিসিটি শুরু করেছিলেন সেই তারিখ থেকে ৩ বছর পর করতে পারবেন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

মেয়াদ শেষে কবে টাকা পাবেন:

(৬/৬) গ্রাম সুরক্ষা যোজনা আয়তায় আপনি যদি ৩৫ লক্ষ টাকা রিটার্নের জন্য বিনিয়োগ করেন তবে আপনার ৮০ বছর বয়স পূর্ণ হওয়ার পর উক্ত টাকা তুলতে পারবেন। তবে আপনি চাইলে আগেও টাকা তুলতে পারবেন। তবে সেক্ষেত্রে ৫৫ বছর ধরে বিনিয়োগে ৩১ লাখ ৬০ হাজার টাকা পাবেন। ৫৮ বছর ধরে বিনিয়োগে ৩৩ লাখ ৪০ হাজার টাকা পাবেন এবং ৬০ বছর ধরে বিনিয়োগে ৩৪ লাখ ৬০ হাজার টাকা পাবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন