Google-এর এই অ্যাপ থেকে বাড়ি বসেই ইনকাম করতে পারবেন! কী ভাবে? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৮) Make Money Online: গুগলের (Google) তরফ থেকে একটি নতুন অ্যাপ তৈরির কাজ চলছে। উক্ত অ্যাপটির নাম Google Task Mate। উক্ত অ্যাপের মাধ্যমে সহজতর কিছু টাস্ক পূরণের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। উক্ত অ্যাপের মাধ্যমে আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করবেন তা গুগলের (Google) তরফ থেকে সরাসরি ট্রান্সফার (Transfer) করা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account)। আপনি বিটা ভার্সন থেকে পেয়ে যাবেন এই Google Task Mate অ্যাপ্লিকেশনটি।

(২/৮) গুগলের (Google) তরফ থেকে চালু করা হচ্ছে বাড়িতে বসে অর্থ উপার্জনের একাধিক পন্থা। যেমন- গুগল পে (Google Pay), গুগল সার্ভে (Google Survey), ভিডিও স্ট্রিমিং (Video Streaming) এবং ইউটিউব (YouTube) ইত্যাদি একাধিক মধ্যম। এবার এর মধ্যে নতুন সংযোজিত হল Google Task Mate অ্যাপটি।

(৩/৮) Google Opinion অ্যাপের সঙ্গে এই অ্যাপের বিশেষ সাদৃশ্য রয়েছে। উক্ত অ্যাপের দ্বারা আপনি সার্ভের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে এই অ্যাপটি গুগল প্লে স্টোরে (Google Play Store)-এর মাধ্যমে আপনার ডিভাইসে ইনস্টল করতে পারবেন। আপনি কোন টুরিস্ট প্লেস অথবা বিভিন্ন রেস্তোরায় গিয়ে আপনার অভিজ্ঞতা এই অ্যাপটিতে শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন।

(৪/৮) Google Opinion অ্যাপের মাধ্যমে উপার্জিত অর্থরাশি (money) গুগল (Google) থেকে সরাসরি জমা হয় আপনার অ্যাকাউন্টে। সেই অর্থের বিনিময়ে আপনি কিনতে পারবেন প্লে মুভি এবং প্লে বুক। কিন্তু Google Task Mate অ্যাপের আপনি কোন সার্ভে রিপোর্ট ছাড়াই আপনার উপার্জিত অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন।

গুগল টাস্ক মেট অ্যাপ কী? (About Google Task Mate App)

(৫/৮)  Google Task Mate অ্যাপে আপনি কোনো দোকানের সামনে যে লেখা থাকে তার ফটোকপি, দোকানের তথ্য, কোন কিছুর ট্রান্সলেশন অথবা কোন লাইনের ক্লিপ রেকর্ড ইত্যাদির মাধ্যমে টাস্ক পূরণ করে টাকা ইনকাম করতে পারবেন। আপনি কোথা থেকে পাবেন এই টাস্ক গুলি? টাস্ক গুলিতে থাকবে কি কি শর্ত? সেই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে নিয়ে আসেনি গুগল (Google)।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৬/৮)  এই সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন গুগল ট্যাক্স নাইট অ্যাপ এর অফিশিয়াল রোল আউট হওয়ার পর। Google Task Mate অ্যাপের টাস্কগুলি পূরণ করে আপনি যে টাকা ইনকাম করবেন সেই অর্থরাশি জমা হবে আপনার ওয়ালেট-এ। তার জন্য আপনাকে Google Task Mate অ্যাপটিতে একটি ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

(৭/৮)  আপনি কেবলমাত্র বিটা ভার্সন থেকে এই গুগল টাস্ক মেট (Google Task Mate App) অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড এবং ইনস্টল  করতে পারবেন।  বিটা ভার্সন ইউজারদের আমন্ত্রণ জানানো হয়েছে উক্ত অ্যাপটি ব্যবহারে। তবে গুগলের তরফ থেকে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি কবে থেকে অ্যাপটি সকলের জন্য উন্মুক্ত হবে।

(৮/৮) আপনি যদি বাড়িতে বসে অর্থ উপার্জন করতে চান তবে এটি আপনার জন্য একটি দারুন সুযোগ হতে পারে। ভারতের অসংখ্য ইউজারদের কথা স্মরণ রেখেই গুগল সংস্থার তরফ থেকে আকর্ষণ রাখা হতে পারে এই অ্যাপটিতে। যারা গুগল থেকে অর্থ উপার্জন করার কথা ভাবছেন তারা একটি সম্পর্কে বিস্তারিত দেখতে পারেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন