ভোট দেবেন না? এরা ভোট না দিলেই জরিমানা!
আর কিছুদিন পরেই শুরু হবে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। তার প্রস্তুতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একাধিক টিভি চ্যানেল ও রাস্তাঘাটেও এর একাধিক প্রভাব দেখা যাচ্ছে। ভোটের অগ্রিম প্রভাব মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
তবে আমাদের দেশের মতো পৃথিবীর সব জায়গায় একই রকম ভাবে ভোট অনুষ্ঠিত হয় না। ইউরোপে একটি ছোট্ট দেশ রয়েছে যার নাম লুক্সেমবুর্গ (Luxembourg)। এই দেশটি খুবই শান্ত ও নিরিবিলি। এদেশে ভোট গ্রহণ খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
আমাদের দেশে ভোটের পূর্বে যেমন রাস্তাঘাটে একাধিক মিছিল দেখা যায় লাউডস্পিকারে ভোট নিয়ে বক্তৃতা শোনা যায়। দেওয়ালে একাধিক পোস্টার ও বিজ্ঞাপন দেখা যায় এই দেশে তার কিছুই নেই। প্রচারের জন্য শুধুমাত্র নির্ধারিত কয়েকটি জায়গায় প্রার্থীর বা দলের অস্থায়ী হোর্ডিং বসানো থাকে। আর অন্যান্য ব্যবস্থা বলতে ডাকযোগে দেশের ভোটারদের কাছে একাধিক প্রচার পুস্তিকা পাঠানোর ব্যবস্থাও থাকে।
তবে আমেরিকা বা ইউরোপ দেশে যেমনভাবে নির্বাচনের আগে টিভি বা রেডিওতে প্রার্থীদের বিতর্ক সভা আয়োজিত হয় তেমনভাবে এই দেশেও সেই সিস্টেম রয়েছে। এই বিতর্ক সভাগুলি লুক্সেমবুর্গ (Luxembourg) দেশের মানুষ খুবই আগ্রহ ও উৎসাহ নিয়ে দেখেন।
আরও পড়ুন👉: Lok Sabha Vote 2024: ভোটার কার্ড না থাকলেও এরা ভোট দিতে পারবেন, বিশেষ ব্যবস্থা ইলেকশন কমিশনের
দেশের নিয়ম অনুযায়ী ১৮ বছর হলে সমস্ত নাগরিককে ভোট দান করতে হবে আর যদি কেউ ভোটদান না করে তাহলে তার জন্য তাকে জরিমানা প্রদান করতে হবে। একটি সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে নিয়ম চালু করার পরে এখনো পর্যন্ত ভোট না দেওয়ার জন্য কোন নাগরিককে জরিমানা দিতে হয়েছে বলে শোনা যায়নি।
আর কেউ যদি একান্তই ভোট দিতে অক্ষম হয়ে থাকেন তাহলে তার উপযুক্ত কারণ দেখিয়ে স্থানীয় কমিউন বা পুরসভায় তা জমা করতে হবে। উদাহরণ স্বরূপ কেউ যদি অসুস্থ হন তাহলে তাকে ডাক্তারের প্রেসক্রিপশন বা মেডিকেলের রিপোর্ট জমা করতে হবে।
স্থানীয় কমিউন বা পুরসভা যদি দেখে যে একান্তই সেই নাগরিক ভোট প্রদান করতে পারবে না, তাহলে তাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করে দেয়। তবে ভোটদানে অক্ষম এই ব্যাপারটি কর্তৃপক্ষকে ভোটের অন্তত ২৫ দিন আগে জানিয়ে রাখতে হয়। এতে কর্তৃপক্ষ ভোটারের বাড়িতে ব্যালাড পেপার পাঠিয়ে দেন এবং ভোটারকে সেই ব্যালট পূরণ করে ডাকযোগে পাঠিয়ে দিতে হয়।
আরও পড়ুন👉: ৩৮ হাজার ৩১৫ টাকা বেতনে ব্যাংকে প্রচুর নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন
আর যেসব নাগরিক দেশের বাইরে থাকেন তাদের জন্য ভোট দানের ব্যবস্থা থাকে। তারা নিজেদের ভোট অনলাইনে পাঠাতে পারবে। নির্বাচন কর্তৃপক্ষের কাছে তাদের নাম ঠিকানা অনলাইনে পাঠাতে হয় এবং কর্তৃপক্ষ ডাকযোগে তাদের কাছে ব্যালট পেপার পাঠিয়ে দেন। আর তাদের এই ব্যালট পেপার পূরণ করে ভোটের অন্তত ৪০ দিন আগে ডাকযোগে সেই পেপার দেশে পাঠাতে হয়।
দেশের মধ্যে থাকা নাগরিকদের ভোটদানে তো কোন সমস্যা থাকে না। তারা সকাল আটটা থেকে দুপুর ২ টা পর্যন্ত যে কোন সময়ের মধ্যে গিয়ে নিজেদের ভোটদান করে আসতে পারবে। নিজেদের যেকোনো বৈধ পরিচয় পত্রের সাহায্যে এইদেশের নাগরিক ভোটদান করতে পারবে। কয়েক মিনিটের মধ্যে এই ভোট পর্ব শেষ হয়ে যায়।
এর আগে লুক্সেমবুর্গ দেশে ২০২৩ সালের অক্টোবর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অন্যান্য দেশের তুলনায় খুব সাধারন ও শান্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণের কাজ হয়েছিল। ভোটগ্রহনের সময় বুথ দখল, বোমাবাজি বা ছাপ্পা ভোট এসব কারবার এখানে হয়নি।
আরও পড়ুন👉: গরমে বিদ্যুতের বিল নিয়ে চিন্তায়? এই ৫ পদক্ষেপে বিল এক ধাক্কায় কমে যাবে!
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Fraud Call: সাবধান! এই নম্বর থেকে ফোন এলে ভুলেও ধরবেন না, সতর্ক করল কেন্দ্র সরকার