Money Making Tips: প্রতি মাসে ১৫ হাজার টাকা করে পাবেন এই স্কিমে টাকা রাখলে, বিস্তারিত জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Money Making Tips: কমবেশি আমরা প্রত্যেকে চাই প্রতি মাসে নিশ্চিত আয় হোক। রিটায়েরমেন্ট প্ল্যানিং-এর সময় এই বিষয়টি সব থেকে আগে স্মরণে রাখতে হয়।

যদি আপনার বয়স ২৫ বছর থেকে ৩০ বছর মধ্যে হয় তবে প্রত্যহ ৩০ টাকা করে সঞ্চয় করে আপনি মাসে নিশ্চিতভাবে মোটা টাকা ইনকাম করতে পারেন।

সেভিংস স্কিম (Savings Scheme):

অর্থ সঞ্চয় করার জন্য আর LIC বা পোস্ট অফিসের কোন সেভিংস স্কিমে টাকা রাখার প্রয়োজন পড়বে না।

আপনি যদি দৈনিক ৩০ টাকা করে সঞ্চয় করেন তবে মাসে ৯০০ টাকা সঞ্চয় করতে পারবেন।

আরও পড়ুন👉: DA News: বকেয়া DA মিলবে ভোট গণনার আগেই! এবার কতটা? বড় ঘোষণা রাজ্যের

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এই ৯০০ টাকার সঙ্গে স্বল্প কিছু অর্থ দিয়ে আপনি যদি ১০০০ টাকা করে SIP করেন তবে আপনি ১৫ শতাংশ রিটার্ন পাবেন। এবার আপনি যদি একইভাবে ২৫ বছর ধরে বিনিয়োগ করেন তবে বিনিয়োগ শেষে আপনি পাবেন ৩২.৮ লক্ষ টাকা

তারপর এই ৩২.৮ লক্ষ টাকা আপনি যদি কোন ব্যাংকে ফিক্স ডিপোজিট (FD) করেন তবে পেয়ে যাবেন ৭ শতাংশ সুদের হারে অর্থ ফেরত।

উক্ত সুদের হারে আপনি প্রতি মাসে ১৫০০০ টাকারও বেশি সুদ পাবেন।

আরও পড়ুন👉: ৮ লক্ষ টাকার লাভ হবে মহিলাদের! ফায়দা নিতে জেনে নিন কেন্দ্র সরকারের এই স্কিম

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন👉: IPL-এ আসছে নতুন নিয়ম! কোন নিয়ম পরিবর্তন হচ্ছে?