স্মার্টফোন পাবেন মাধ্যমিক পাস হলেই! শুধু এই শর্ত মানতে হবে! বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
(১/৭) সামনেই আসছে লোকসভা ভোট। তার পূর্বেই সরকার এখন কিছুটা জনকল্যাণমূলক কাজে মন দিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) ২০২৪-২৫ সালের বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটের মধ্যে সমাজ কল্যাণমূলক কয়েকটি নীতি, সরকারি কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মচারী (Employee) থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রের জন্য এবারের বাজেট (Budget) ছিল।
(২/৭) এবারে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ৩,৬৬,১৬৬ কোটি টাকার বাজেট পেশ করেছেন। এই বাজেটের মধ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) (ডিএ) বৃদ্ধি করা হয় এবং সিভিক পুলিশ স্বেচ্ছাসেবকদের বেতন বাড়িয়ে এই বাজেট পেশ করা হয়। সে সঙ্গে সঙ্গে সরকার এই বছর পড়ুয়াদের জন্য দারুন একটি ঘোষণা দিয়েছে।
(৩/৭) চলতি বছর জানুয়ারি মাসে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করা হয়েছিল কিন্তু সম্প্রতি করা এক ঘোষণা অনুযায়ী জানা গেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করা হয়েছে।
(৪/৭) শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) আরও জানিয়েছেন যে, সরকার এই বছরের বাজেটে ‘জেন্ডার অ্যান্ড চাইল্ড বাজেট স্টেটমেন্ট’ চালু করেছে। এই বাজেটের মধ্যে থেকে সরকার আরো কয়েকটি প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করবে বলে জানিয়েছে।
আরও পড়ুন: এই দিন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা অ্যাকাউন্টে ঢুকবে! জানাল পশ্চিমবঙ্গ সরকার
(৫/৭) রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে পাঠরত রয়েছে তাদের জন্য সরকার ট্যাব, স্মার্ট ফোন কেনার জন্য আলাদা ভাবে ৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর আগে সরকার দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্মার্টফোন কেনার জন্য টাকা দিতেন।
আরও পড়ুন: এবার থেকে এর বেশি ATM থেকে টাকা তোলা যাবে না! RBI জারি করল নয়া নির্দেশিকা
(৬/৭) কিন্তু এবার থেকে এই নিয়ম পরিবর্তন করা হলো। দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পরিবর্তে একাদশ শ্রেণীতে পাঠরত থাকা অবস্থায় স্মার্টফোন কেনার জন্য টাকা দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এমন সকল পড়ুয়া স্মার্টফোন কেনার জন্য টাকা পাবে।
(৭/৭) তবে এই স্মার্ট ফোন পেতে গেলে একটি বিশেষ শর্ত মানতে হবে সেটি হল স্মার্টফোন কেনার টাকা পাওয়ার জন্য মাধ্যমিক পাস সকল পড়ুয়া একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া আবশ্যিক। অর্থাৎ একাদশ শ্রেণীতে যদি কোন পড়ুয়া ভর্তি না হয়, শুধুমাত্র মাধ্যমিক পাশ হয় তাহলে সে সরকার থেকে বরাদ্দ করা ফোন কেনার টাকা পাবে না।
আরও পড়ুন: Post Office Savings Schemes: পোস্ট অফিসের এই ৮টি স্কিমে আপনার ও কন্যার ভবিষ্যৎ হবে সুরক্ষিত
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন: Madhyamik Routine 2025: ২০২৫-এর মাধ্যমিক নিয়ে বিরাট ঘোষণা! কী জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?