Post Office Scheme: মাত্র ২ বছরেই ২.৩২ লক্ষ টাকা পাবেন পোস্ট অফিসের এই স্কিমে, জানুন বিস্তারিত
Post Office Scheme: পোস্ট অফিসে (Post Office) এমন একাধিক স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে সঞ্চয়ের পাশাপাশি ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়। সকল বয়সীদের জন্য পোস্ট অফিসে স্কিম রয়েছে। বিশেষ করে মহিলাদের জন্য এমন একাধিক স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে সুরক্ষার সঙ্গে মোটা টাকা অর্থপ্রাপ্তি করা যায়। আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়েই জানাবো। চলুন জেনে নেওয়া যাক।
স্কিমের নাম ও বিবরণ
পোস্ট অফিসের এই স্কিমের নাম হলো ‘মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট’(Mahila Samman Saving Certificate)। কেন্দ্রীয় সরকার সর্বপ্রথম ২০২৩ সালে এই প্রকল্পটি চালু করে। মহিলাদের সুরক্ষা ও ভবিষ্যৎ এর কথা ভেবে এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পে কম সময়ের মধ্যে ভালো টাকা রিটার্ন পাওয়া যায়।
সুদের হার
বর্তমানে পোস্ট অফিসের এই প্রকল্পের উপর ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।
বিনিয়োগের সময়সীমা
এই প্রকল্পটি হল একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প মহিলা বিনিয়োগকারীদের এখানে মাত্র দুই বছরের জন্য বিনিয়োগ করতে হয়।
আরও পড়ুন: ১০০ টাকার কমে Airtel-এর এই ৭ রিচার্জ প্ল্যানে পাবেন আনলিমিটেড ডেটা! সবচেয়ে সস্তার রিচার্জ ১১ টাকার
বিনিয়োগের সীমা
কোন মহিলা বিনিয়োগকারী যদি এই টিমে বিনিয়োগ করতে চায় তাহলে সে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ করতে পারবে।
আরও পড়ুন: SIM Card Rules: আপনার আধার কার্ডে একাধিক সিম কার্ড তুলেছেন? বিপদে পড়তে পারেন এই নিয়ম না জানলে
প্রকল্পের সুবিধা
মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করলে মোটা টাকা অর্থ প্রাপ্তির পাশাপাশি আয়করের 80C ধারার অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। পাশাপাশি এর আরো একটি সুবিধা হল ১০ বছর বা তার কম বয়সী মেয়েদের জন্য এই স্কিমে বিনিয়োগ করা যায়।
বিনিয়োগের হিসেব
ধরা যাক আপনি যদি এই প্রকল্পে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৭.৫ শতাংশ সুদের হারে প্রথম বছরে আপনি শুধুমাত্র সুদ হিসেবে পাবেন ১৫,০০০ টাকা। যেটি এক বছর পর বেড়ে হবে ১৬,১২৫ টাকা। আর দুই বছর পর সুদ ও আসল সহ মোট ২,৩১,১২৫ টাকা ফেরত পাবেন। অর্থাৎ 2 লক্ষ টাকা বিনিয়োগ করে শুধুমাত্র সুদ হিসেবে দুই বছর পর ৩১,১২৫ টাকা পাওয়া যাবে।
আরও পড়ুন: ৩০০০ টাকা পেনশন পাবেন, কেন্দ্র সরকারের এই প্রকল্পে নাম লিখিয়েছেন?
বিনিয়োগ চলাকালীন টাকা তোলা যাবে কিনা
এই স্কিমে অর্থ বিনিয়োগ করার পর যদি হঠাৎ আপনার টাকার প্রয়োজন হয় তাহলে সে ক্ষেত্রে আপনি এই স্কিম থেকে টাকা তুলতে পারেন। তবে সেক্ষেত্রে সুদের হার কিছুটা কমবে ও ছ’মাস পরে আপনি এই টাকা তুলতে পারবেন।