Big News: ১০ দিনের মধ্যে ৪২ হাজার ৯৪৯ শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট
(১/৭) প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে একাধিক মামলা ঝুলে রয়েছে। তবে সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৬ -এর মামলা নিয়ে একটি বড় নির্দেশ জারি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। আগামী ১০ দিনের মধ্যে প্রাথমিকের প্যানেল প্রকাশ করতে হবে।
(২/৭) প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৬ তে মোট ৪২৯৪৯ জন শিক্ষকের নাম এসেছে। আর এই সমস্ত শিক্ষকের প্যানেল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। তবে প্যানেল যদি নির্দিষ্ট সময়ের আগে প্রকাশিত হয়ে যায় তাহলে এর সঙ্গে হার্ড কপিও জমা করতে হবে।
(৩/৭) আজ ৩ জানুয়ারি বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৬ -এর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আর তারই প্রেক্ষিতে আজকের এই নির্দেশিকাটি জারি করে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
(৪/৭) এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই ৪২৯৪৯ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আর যদি এই প্যানেল আগেই প্রকাশ হয়ে যায় তাহলে প্যানেলের হার্ড কপি ও সফ্ট কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) ডিভিশন বেঞ্চে জমা করতে হবে।
(৫/৭) ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্যানেল প্রকাশ হলে সেই প্যানেলের উপর নিজেদের অধিকার দাবী করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন মৌটুসী রায় সহ আরো একাধিক চাকরিপ্রার্থী। তবে এর মেধা তালিকা প্রকাশ না হওয়ায় তারা চাকরি পাননি, কিন্তু তারা নিজেদের চাকরি পাওয়ার যোগ্য বলে দাবী করে।
(৬/৭) এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৫ই জানুয়ারি আর এই ১০ দিনের মধ্যে নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০১৬ সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল তার টেট পরীক্ষা ২০১৪ সালে নেওয়া হয়েছিল।
(৭/৭) ওই সময় প্রায় ৪২ হাজারেরও বেশি প্রাথমিক পদের শিক্ষক নিয়োগ করা হয়েছিল। আর এই নিয়োগের একাধিক দুর্নীতি কেন্দ্র করে অভিযোগ এসেছিল, আর তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)একাধিক মামলা দায়ের করা হয়।