৪৬,০০০ টাকা বেতনে সরাসরি প্রচুর কর্মী নিয়োগ চলছে কল্যাণী AIIMS-এ, বিস্তারিত জেনে নিন (AIIMS Kalyani Recruitment 2024)
AIIMS Kalyani Recruitment 2024: ২০২৪ সালে কল্যাণী AIIMS-এ করা হবে নিয়োগ।কেন্দ্রীয় সরকার দ্বারা চালিত এই মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানটি ১০৭ টি শূন্যপদে করবে নিয়োগ। এই নিয়োগ নিয়ে সংস্থার তরফ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। উক্ত বিজ্ঞপ্তিতে এই চাকরি সংক্রান্ত বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
কল্যাণী AIIMS-এ নিয়োগ (AIIMS Kalyani Recruitment 2024):
AIIMS-এর পক্ষ থেকে (AIIMS Kalyani Recruitment 2024) জারি করা উক্ত বিজ্ঞপ্তি অনুসারে সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) ও সিনিয়র ডেমনস্ট্রেটর পদে প্রার্থী নিয়োগ করা হবে। এই ২টি পদে চাকরি পেতে পারেন চিকিৎসকরা। বিশেষ সূত্রের খবর অনুযায়ী, ১২ থেকে ১৩ টি পদের দায়িত্ব অর্পণ করা হবে নতুন নিযুক্ত প্রার্থীদের।
নিয়োগের পোস্ট (AIIMS Kalyani Recruitment 2024 All Posts):
কেন্দ্রীয় সরকার (Central Government) দ্বারা চালিত AIIMS মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক বিভাগে সিনিয়র রেজিডেন্ট নিয়োগ করা হবে। সেই বিভাগ গুলি হল- কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নোকলজি, রেডিয়োলজি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক ও ফিজিওলজি ছাড়াও বায়োকেমিস্ট্রি, ডার্মাটোলজি, ENT, অপথ্যালমোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স ও ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন বিভাগ গুলিতে সিনিয়র রেজিডেন্ট পদে যোগ্য ব্যক্তি নিয়োগ করা হবে।
উক্ত বিভাগ গুলি ছাড়াও আরও একাধিক পদে নিয়োগ করা হবে। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, নিউক্লিয়ার মেডিসিন, জেনারেল মেডিসিন ও অ্যানাটমি, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, ফার্মাকোলজি জেনারেল সার্জারি, অ্যানাস্থেশিওলজি, মাইক্রোবায়োলজি, পদগুলোতে নিয়োগ করা হবে চিকিৎসক।
আবেদনে বয়সের সীমা (AIIMS Kalyani Recruitment 2024 Age Limit):
উক্ত পদ ২টি আবেদনের জন্য সর্বোচ্চ ৪৫ বছর বয়স অবধি আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য রয়েছে বয়সের ছাড়।
বেতনের পরিমাণ(Salary Amount):
কেন্দ্রীয় সরকার দ্বারা চালিত এই AIIMS মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের উক্ত ২টি পদে নিয়োগ করা প্রার্থীদের প্রতি মাসে ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা অবধি বেতন দেওয়া হবে। গ্রেস পে-এর জন্য পাবেন বাড়তি ৬,৬০০ টাকা।
আবেদনের মূল্য (Application Fees):
AIIMS মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির জন্য রয়েছে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি। তাই আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে বিজ্ঞপ্তিটি ভালোভাবে যাচাই করে দেখে নিন। অনলাইনের মাধ্যমে সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের ১০০০ টাকা দিতে হবে।
ইন্টারভিউ তারিখ (AIIMS Kalyani Recruitment 2024 Interview Date):
কল্যাণী AIIMS মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগের জন্য নেওয়া হবে না কোনো লিখিত পরীক্ষা। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে সংস্থার পক্ষ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ জানুয়ারি। AIIMS মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫ ও ১৬ জানুয়ারি অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে।