মাধ্যমিক পাশে কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি (Kolkata Metro Recruitment 2024)
Kolkata Metro Recruitment 2024: বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Metro Railway-এর তরফ থেকে Cultural Quota Recruitment ২০২৩-২৪ নিয়োগের বিজ্ঞপ্তি সকলের সামনে এসেছে। আপনি যদি উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানুন আজকের প্রতিবেদনে।
পদের নাম (Name of the Post):
Kolkata Metro Railway-এর তরফ থেকে Group ‘C’ পদে করা হবে নিয়োগ (Kolkata Metro Recruitment 2024)। Group C পদের মধ্যে আবার Dance (Kathak) এবং Song (Classical) পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
শূন্য পদ (Number of Vacancy):
উক্ত চাকরির ক্ষেত্রে ২ পদের জন্য ২ টি শূন্য পদ রয়েছে।
বয়সের সময়সীমা (Age Limit):
উক্ত পদের জন্য আবেদনকারী আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। যদিও সংরক্ষিত শ্রেণী এবং তপশিলি উপজাতি শ্রেণীদের জন্য ৫ বছরের বয়সের ছাড় রয়েছে। এবং OBC সম্প্রদায়ের প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process):
উক্ত পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের প্রথমে https://mtp.indianrailways.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপর আবেদন ফর্মটির প্রিন্ট আউট (Print Out) করে সেটি সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিগুলি সেল্ফ অ্যাটেস্টেড সহ নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:
Dy , CPO Metro Railway , Kolkata , Metro Railway Bhawan , 33/1 , J.L Neheru Road , Kolkata – 700071.
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
আগ্রহী আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ (HS) হতে হবে। আগ্রহী প্রার্থীর স্নাতক ডিগ্রি (Graduation) থাকা আবশ্যক।
আবেদন মূল্য (Application Fees):
উক্ত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন বাবদ ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তবে তপশিলি শ্রেণী, সংরক্ষিত শ্রেণী এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন বাবদ ২৫০ টাকা মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন শেষ তারিখ (Last Date of Application):
উক্ত পদের জন্য আবেদনকারী আগ্রহী প্রার্থীরা ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অবধি আবেদন করতে পারবেন।