Madhyamik 2024 Suggestion: শুধু পড়লেই হবে না! মাধ্যমিকে ভাল নম্বর পেতে গেলে এই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৭) Madhyamik Suggestion 2024: আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2024) শুরু হতে অপেক্ষা মাত্র দিন কয়েকের। সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam 2024) ভালো ফলের অর্থাৎ রেজাল্টের আশা করে। এর জন্য ছাত্র-ছাত্রী সারা বছর ধরে জোর কদমে নেন প্রস্তুতি।

(২/৭) ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে তার জন্য রইল কিছু কৌশল। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ডঃ পার্থ কর্মকার উক্ত কৌশলগুলি সম্পর্কে বিস্তারিত জানান। কি বললেন তিনি জানুন বিস্তারিত।

(৩/৭) ডক্টর পার্থ কর্মকার বলেন, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার খাতায় স্পষ্ট ভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং পরীক্ষার খাতা খুব পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রশ্ন ভালভাবে পড়ে সেই প্রশ্নের যথাযথ উত্তর লেখার কথা তিনি বলেছেন পরীক্ষার্থীদের।

ঠিক কলম ব্যবহার, প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি:

(৪/৭) পরীক্ষার্থীরা পরীক্ষায় যে পেন ব্যবহার করবে সেটি আগে থেকে নির্ধারন করা দরকার। পরীক্ষায় দামি পেন ব্যবহার না করে, যে পেনে পরীক্ষার্থীদের লিখতে ও ধরতে সুবিধা হয় এবং ভালো লেখা হয় পরীক্ষার সময় সেই পেনই ব্যবহার করা উচিত।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের ‘উপহার’, ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য বড়ো ঘোষণা করলেন ফরাসি প্রেসিডেন্ট মাকরঁ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৭) MCQ এবং শর্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরীক্ষার্থীদের সমস্ত বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়া প্রয়োজন। বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি পড়াই বুদ্ধিমানের কাজ। পরীক্ষার্থীদের পরীক্ষার খাতায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে উত্তর লিখতে হবে। কোন কিছু যদি কাটার প্রয়োজন হয় তবে একটি মাত্র দাগ ব্যবহার করে সেই লাইনটি কাটতে হবে।

আরও পড়ুন: ৫ লাখ টাকা আয় করুন ২ টাকার কয়েন থেকে, জেনে নিন পদ্ধতি

(৬/৭) পরীক্ষার খাতায় বেশি কাটাকাটি করলে সেটি দেখতে যেমন অসুন্দর লাগে তেমনি খাতা ছিড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। পরীক্ষার খাতায় কেবল মাত্র নীল এবং কালো কালি পেন ব্যবহার করে লেখা উচিত। কারণ লাল পেন যারা খাতা দেখেন তারা ব্যবহার করেন এবং সবুজ কালির স্ক্রুটিনি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

কীওয়ার্ড

(৭/৭) পরীক্ষার্থীরা যে উত্তর লেখে তার মধ্যে একাধিক কীওয়ার্ড রয়েছে। সর্বদা সেই কীওয়ার্ড গুলি অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দগুলি আন্ডারলাইন করা উচিত। প্যারাগ্রাফ ভাগ করে প্রশ্নের উত্তর লেখাই শ্রেয়। প্রশ্নের নাম্বার অনুযায়ী যথাযথ উত্তর লিখতে হবে অর্থাৎ যতটুকু উত্তর চাওয়া হয়েছে নাম্বারের ভিত্তিতে ততটুকুই উত্তর লিখতে হবে। ৪ নাম্বার এবং ২ নাম্বার প্রশ্নের জন্য নির্ধারিত শব্দের মধ্যেই উত্তর লেখা উচিত। অতিরিক্ত লেখার কোন দরকার নেই।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন