Chanakya Niti: বন্ধু ভেবে ঠকেছেন? এই ৫ জনের কাছে মনের কথা কখনোই বলবেন না, অনুশোচনা করতে হবে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Chanakya Niti: মনীষীদের বাণী আমাদের প্রাত্যহিক জীবনে চলার পথে ভীষণভাবে জরুরী। এমন অনেক মনীষী রয়েছেন যারা একাধিক বাণী রেখে গেছেন তবে তার মধ্যে অন্যতম হলো আচার্য চাণক্য (Acharya Chanakya)।  

তিনি জীবন সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছিলেন যা তার নীতি বইয়ে উল্লেখিত রয়েছে। একাধিক মানুষ রয়েছে যারা নিজের দুঃখ কষ্টের কথা অন্য কাওকে জানিয়ে প্রায়শই প্রতারিত হয়। চাণক্য এই নিয়ে কয়েকটি বাণী রেখে গেছেন। সেগুলি নিম্নে উল্লেখ করা হলো-

১) চাণক্য নীতি অনুসারে আপনার দুঃখের কথা সব সময় মানুষের সঙ্গে শেয়ার করা উচিত নয়। এদের দুঃখের কথা বললে পরবর্তীকালে আপনাকে পস্তাতে হবে। পাঁচ শ্রেণীর মানুষের কাছে দুঃখের কথা শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছেন তিনি।

২) অনেক মানুষ থাকে যারা আপনার সাফল্য বা অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়। এসব মানুষেরা নিরাপত্তাহীনতার কারণে বিরক্ত হতে থাকে। চাণক্য নীতি অনুসারে, এসব মানুষেরা আপনার দুঃখে প্রকৃতপক্ষে দুঃখী হয় না। তারা বাহ্যিকভাবে আপনাকে সান্ত্বনা দিলেও আপনার দুঃখে এরা খুশি থাকে।

আরও পড়ুন👉: Loksabha Election 2024: পাহাড় থেকে সমতল, আজকের দ্বিতীয় দফার তিন কেন্দ্রের ভোট সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩) আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা প্রতিটি বিষয় নিয়ে মজা করে এবং কোন কিছুকেই তেমনভাবে গুরুত্ব দেয় না চাণক্য নীতি অনুসারে এইসব মানুষের সঙ্গে দুঃখ শেয়ার করা উচিত নয়। কারণ তারা আপনার দুঃখকে নিয়েও উপহাস করতে পারে।

৪) যেসব মানুষেরা সবাইকে খুব দ্রুত বন্ধু বানিয়ে ফেলেন তাদের থেকে দূরে থাকা উচিত।  এইসব মানুষেরা বন্ধুত্ব রক্ষার্থে সঠিক ভুল সবকিছুকে সমর্থন করে থাকে।  এইসব লোকেরা আপনার দুঃখের কথা বা গোপন কোনো কথা অন্য কাউকে বলে দিতে পারে তাই এদের থেকে সাবধান থাকা উচিত।

আরও পড়ুন👉: Big News: SSC দুর্নীতির ২৬,০০০ চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য তারিখ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

৫) আবার এমন মানুষ অনেক রয়েছে যারা অন্যের ভালো খারাপ নিয়ে খুব একটা মাথা ঘামায় না তারা নিজেদের নিয়ে সবসময় ব্যস্ত থাকে অনেকটা স্বার্থপর ধরনের তাদের কাছে কখনো দুঃখের কথা শেয়ার করতে হয় না। কারণ তারা আপনার ব্যক্তিগত কথাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে।

৬) আর কিছু কিছু মানুষ রয়েছে কোন কিছু বলার সময় চিন্তা করে বলেন না অর্থাৎ অপ্রয়োজনীয় কথা বেশি বলেন। এই সব মানুষদের কাছে দুঃখের কথা শেয়ার করা তো দূরে থাক তাদের থেকে অনেক দূরে থাকা উচিত। তারা আপনার কথা অন্য কাউকে বলতে পারে অথবা অন্যের সামনে নেতিবাচক উপায় আপনাকে ছোট করতে পারে।

আরও পড়ুন👉: ৩৪,৮০০ টাকা বেতনে সরকারি একাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, এই ভাবে আবেদন করুন

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: প্রতি মাসে ৭,৮০০ টাকা স্কলারশিপ ডুকবে অ্যাকাউন্টে! রইলো আবেদন পদ্ধতি