Lakshmir Bhandar: আরও বেশি টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে! রইল আবেদন পদ্ধতি।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Lakshmir Bhandar: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) পূর্বে পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar Prakalpa) নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানানো হয় মহিলাদের মানোন্নয়নের জন্য ৫০০ টাকার বদলে দেওয়া হবে ১০০০ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চালু করা এই জনপ্রিয় প্রকল্পের বর্ধিত অর্থ কার্যকর করা হবে নতুন অর্থ বর্ষ থেকে। বর্ধিত অর্থ প্রদানের নিয়ম কার্যকর হয় ১ এপ্রিল ২০২৪ থেকে।

রাজ্যের ২ কোটি মহিলা উপভোগ করছে এই সুবিধা:

১ এপ্রিল থেকে এই প্রকল্পের আয়তাভুক্ত সাধারণ শ্রেণী মহিলারা মাসে পাবেন ১০০০ টাকা এবং তপশিলি ও জনজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে পাবেন ১২,০০০ টাকা। এর পূর্বে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পেতেন ৫০০ টাকা এবং তপশিলি ও জনজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন ১০০০ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কর্তৃক প্রচলিত সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রচলিত প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar)।

২০২১ সালের লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চালু করেন লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar) প্রকল্প। প্রাথমিক অবস্থায় এই প্রকল্পের অন্তর্ভুক্ত জেনারেল ক্যাটাগরির মহিলা পেতেন ৫০০ টাকা এবং তপশিলি ও জনজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন ১০০০ টাকা। এর ফলে একটা বড় অংশ মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। এবার থেকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলারা পূর্বে যারা ৫০০ টাকা পেতেন তারা বর্তমানে পাবেন ১০০০ টাকা এবং যারা ১০০০ টাকা পেলেন তারা পাবেন ১২,০০ টাকা। বিগত মার্চ মাসে লক্ষীর ভান্ডার প্রকল্প বাবদ খরচ হয় ১ হাজার ১৮৭ কোটি টাকা। এবার এপ্রিল মাসে সেই খরচ বেড়ে হতে চলেছে ২ হজার ২২৮ কোটি টাকা২ কোটির বেশি মহিলারা পাবেন বর্ধিত অর্থ।

কিভাবে নাম নথিভুক্ত করবেন:

এ রাজ্যের প্রায় সমস্ত প্রকল্পেই অনলাইন এবং অফলাইন দুটি ভাবেই আবেদন করতে পারবেন আপনি। সারা রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার শিবির। আপনি যদি অফলাইনের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar) প্রকল্পে আবেদন করতে চান তবে আপনাকে যেতে হবে দুয়ারের সরকার শিবিরে। সেখান থেকে আবেদনকারীকে সংগ্রহ করতে হবে অ্যাকটিভ ইউনিক নম্বর যুক্ত ফর্ম। আবেদন পত্রটি। যথাযথ ভাবে পূরণ করে নির্ধারিত নথি সমেত দুয়ারে সরকার শিবিরের ফর্মটি জমা করতে হবে।

আরও পড়ুন👉: Axis Bank Recruitment 2024: সরাসরি অ্যাক্সিস ব্যাংকে চাকরির সুযোগ নিজের জেলাতেই! এইভাবে আবেদন করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এবার যদি আপনি অনলাইনের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar) প্রকল্পে আবেদন করতে চান তবে সেক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা থাকা আবশ্যক। এর জন্য প্রথম আপনাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে (https://wb.gov.in/) যেতে হবে। আপনি চাইলে pdf ফর্মাটেও ফরমটি ডাউনলোড করতে পারেন। এর জন্য https://drive.google.com/file/d/1e_5Bn9elgSg79nUk_RelQgRR8RQG8DSn/view  লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারেন। এরপর ফর্মটি একটি প্রিন্ট আউট বার করে যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর নির্ধারিত স্থানের আবেদনকারীর ছবি লাগিয়ে প্রয়োজনীয় নথিপত্র সমেত আবেদনকারীর এলাকার পঞ্চায়েত অফিস বা ওয়ার্ড-এ গিয়ে ফরমটি জমা করতে হবে। তাহলেই আপনি সঠিকভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় নথিপত্র:

সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বেশ কয়েকটি নথির প্রয়োজন। আবেদনকারীর অবশ্যই স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে। ফর্মের সাথে আবেদনকারীর আধার কার্ড (Aadhaar Card)-এর জেরক্স, এবং স্বাস্থ্য সাথী কার্ড (Shastho Sathi Card)-এর জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের (Bank Account) ডিটেলস, আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটো এবং মোবাইল নাম্বার জমা করতে হবে। এরপর যাচাই প্রক্রিয়ার পর আপনি যদি অনুমোদনটি পাওয়ার জন্য সঠিক বলে বিবেচিত হন তবে উক্ত প্রকল্প অনুযায়ী নির্ধারিত টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) ঢুকে যাবে।

আরও পড়ুন👉: বিজেপি কী এবার ৪০০ পার করতে পারবে? বড় ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা কিভাবে বুঝবেন?

লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রাপকদের তালিকায় আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা বা আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের নির্ধারিত টাকা পাচ্ছেন কিনা সেটি খুব সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে জেনে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar) প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in-এ যান। সেখানে আপনার আবেদনের স্থিতি এবং অর্থ প্রদানের স্থিতি যাচাই করতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে, যদি কেউ পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দা হন এবং তিনি যদি কোন সরকারি কর্মের সঙ্গে যুক্ত না থাকেন এবং তার বয়স যদি ২৫ বছর থেকে ৬০ বছর বয়সের মধ্যে হন তবে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তাই তিনি অফিশিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in-এর মাধ্যমে জানার পাশাপাশি দুয়ারে সরকার-শিবিরে গিয়েও জানতে পারবেন তার আবেদনের স্থিতি সম্পর্কে।

আরও পড়ুন👉: বিশ্বের সেরা ধনী ব্যক্তিরা কে কত ঘণ্টা ঘুমান জানেন? আপনার ধারণা বদলে যাবে

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরির সুযোগ! ! শীঘ্রই আবেদন করুন