Fact Check: ১৮,০০০ টাকা করে প্রতি মাসে দিচ্ছে সরকার?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

রাজ্যে এখন পুরোদমে লোকসভা ভোট (Lok Sabha Election 2024) চলছে। এই সময়ে কোনরকম সরকারি প্রকল্পের ঘোষণা দেওয়া প্রায় অসম্ভব। কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটি নতুন প্রকল্পের কথা বলা হচ্ছে যেখানে নাকি সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে ১৮ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এই কথাটি কতটা সঠিক? সত্যি কি সরকার সাধারণ মানুষকে এত টাকা অনুদান দেবে? নাকি পুরোটাই ভুয়া খবর! চলুন জেনে নেওয়া যাক।

ইউটিউব-এর একটি চ্যানেল “সরকারি খবর২১”-এর একটি ভিডিয়ো থাম্বনেলে বলা হয়েছে যে ২৪ এপ্রিল থেকে সরকার সাধারণ মানুষকে প্রতি মাসে মাসে ১৮০০০ টাকা করে অনুদান দেবে।

অনেক সময় এরকম সরকারি প্রকল্পের বা একাধিক বিষয়ের খবর সংবাদ মাধ্যমের সামনে আসে। কিন্তু এই খবর সত্য কিনা তা বিশ্বাস করতে মানুষের কষ্ট হয় কারণ তাদের দাবিও সে রকম হয়। এই খবরটিও অনেকটা সেরকম। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউ ১.৩ কোটি ছাড়িয়ে গিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি (PIB) অর্থাৎ ভারত সরকারের তথ্য যাচাইয়ের মাধ্যম এই ভিডিওতে যে তথ্য দেওয়া হয়েছে তা যাচাই করেছে।

সোশ্যাল মিডিয়ার ওই ভিডিও এবং ভারত সরকারের সমস্ত তথ্য যাচাই করার পর পিআইবি-র তরফ থেকে জানানো হয়েছে, প্রতি মাসে ১৮০০০ টাকা করে সরকার সাধারণ মানুষকে দেবে এই খবরটি সম্পূর্ণ ভুয়া। ওই ভিডিওতে দাবি করা তথ্য কোন সময় কোন ভাবেই সত্যি নয়। কারণ সরকার কখনো এমন কোন অঙ্গীকার বা এমন কোন প্রকল্প চালু করেননি। যেখানে সাধারণ মানুষকে প্রতি মাসে ১৮ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন👉: প্রতি মাসে ৭,৮০০ টাকা স্কলারশিপ ডুকবে অ্যাকাউন্টে! রইলো আবেদন পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

পিআইবি (PIB)-র তরফ থেকে আরো জানানো হয়েছে যে অনেক সময় এমন ধরনের তথ্য নিয়ে একাধিক ভিডিও বা খবর দেখা যায় এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায় কিন্তু বিপদ এড়ানোর জন্য মানুষকে এই ধরনের খবর এড়িয়ে চলা উচিত আর সরকারের পক্ষ থেকে যদি নতুন কোন প্রকল্প চালু করা হয় তাহলে সরকার সেটি প্রেস বিজ্ঞপ্তি বা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়।  এ ধরনের ভুয়া খবর মানুষকে বিশ্বাস করতে বারণ করা হয়েছে না হলে যে কোন সময় প্রতারণার শিকার হতে পারে যে কেউ।

তবে আপনি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন। যদি দেখেন সরকার সম্পর্কিত কোন অযৌক্তিক বা মিথ্যা খবর কেউ ছড়িয়ে দেয় তাহলে প্রথমে আপনার কাজ হল সে তথ্য সঠিক কিনা তা যাচাই করা। তথ্যের সত্যতা আপনি যাচাই করতে পারেন পিআইবি ফ্যাক্ট চেকের মাধ্যমে।

আরও পড়ুন👉: মে মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে, দেখে নিন RBI-এর ছুটির তালিকা

আর প্রমাণস্বরূপ সেই বিভ্রান্তিকর বাউল অযৌক্তিক খবরের স্ক্রিনশট, টুইট, ফেসবুক পোস্ট বা URL 8799711259 হোয়াটসঅ্যাপ নম্বরে ফ্যাক্ট চেক-এর জন্য পাঠাতে পারেন। এ পদ্ধতি ছাড়াও আপনি চাইলে ইমেইল করতে পারেন factcheck@pib.gov.in-এই ইমেইলে।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: Post Office Savings Scheme: ৫০ টাকা করে দিয়ে ৩৫ লক্ষ টাকা ফেরত পাবেন পোস্ট অফিসের এই স্কিমে