৫০০০ টাকা পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে! এইভাবে আবেদন করুন | Jagadis Chandra Bose Scholarship 2023
Jagadis Chandra Bose Scholarship 2023, (জগদীশচন্দ্র বসু স্কলারশিপ) Apply Online, Official Website
জগদীশচন্দ্র বসু স্কলারশিপ (Jagadis Chandra Bose Scholarship) ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে স্কলারশিপ প্রদান করে থাকে, যা শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী। এই স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? আবেদন প্রক্রিয়া কি? ইত্যাদি বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো-
Jagadis Chandra Bose Scholarship 2023: Scholarship Name | জগদীশচন্দ্র বসু স্কলারশিপ: স্কলারশিপের নাম
জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNST)-এর তরফে পড়ুয়াদের যে স্কলারশিপ প্রদান করা হবে তা হলো- Jagadis Chandra Bose Scholarship। এই সংস্থাটি রাজ্য সরকার, শিক্ষাবিদ এবং শিল্পের প্রতিনিধিদের সাথে একটি গভর্নিং বডি কর্তৃক পরিচালিত হয়ে থাকে (Jagadis Bose National Science Talent Search Scholarship)। এই সংস্থাটি রাজ্যের পড়ুয়াদের বিজ্ঞান শিক্ষায় আরও বেশি করে আগ্রহী করে তুলতে প্রত্যেক বছর এই স্কলারশিপ প্রদান করে থাকে।
Jagadis Chandra Bose Scholarship 2023: Scholarship Amount | জগদীশচন্দ্র বসু স্কলারশিপ: বৃত্তির পরিমাণ
এই স্কলারশিপটিকে ২ টি ভাগে ভাগ করা হয়েছে।
- জগদীশচন্দ্র বোস জুনিয়র মেধাবৃত্তি
- জগদীশচন্দ্র বোস সিনিয়র মেধাবৃত্তি
জগদীশচন্দ্র বোস জুনিয়র বৃত্তির পরিমাণ-
এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ২ বছরের জন্য প্রত্যেক মাসে ১,২৫০ টাকা বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও এককালীন বই কেনার জন্য পড়ুয়াদের বার্ষিক ২,৫০০ টাকা দেওয়া হবে।
জগদীশচন্দ্র বোস সিনিয়র বৃত্তির পরিমাণ-
এই স্কলারশিপের মাধ্যমে স্নাতক কোর্স শেষ না হওয়া পর্যন্ত পড়ুয়াদের প্রত্যেক মাসে ৪,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও এককালীন বই কেনার জন্য পড়ুয়াদের বার্ষিক ৫,০০০ টাকা দেওয়া হবে।
Jagadis Chandra Bose Scholarship 2023 Apply Online: | জগদীশচন্দ্র বসু স্কলারশিপ: আবেদন প্রক্রিয়া
১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
২) প্রথমে আপনাকে জগদীশচন্দ্র বোস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট https://jbnsts.ac.in-এ গিয়ে আপনি জগদীশচন্দ্র বোস জুনিয়র বৃত্তির জন্য নাকি জগদীশচন্দ্র বোস সিনিয়র বৃত্তির জন্য আবেদন করতে চান তা নির্বাচন করতে হবে।
৩) তারপর আপনার সামনে আবেদনপত্রটি খুলে গেলে আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে এবং আপনার যাবতীয় নথিপত্র আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
Jagadis Chandra Bose Scholarship 2023: Required Documents | জগদীশচন্দ্র বসু স্কলারশিপ: প্রয়োজনীয় নথিপত্র
এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট
- আপনার সিগনেচার
- আপনার বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর
- আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
Jagadis Chandra Bose Scholarship 2023: Application Fees | জগদীশচন্দ্র বসু স্কলারশিপ: আবেদন মূল্য
JBNSTS জুনিয়র স্কলারশিপের বৃত্তি পরীক্ষার জন্য আপনাকে ১০০ টাকা এবং JBNSTS সিনিয়র স্কলারশিপের বৃত্তি পরীক্ষার জন্য ২০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। এই আবেদন মূল্য আপনাকে অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে হবে।
Jagadis Chandra Bose Scholarship 2023: Eligibity | জগদীশচন্দ্র বসু স্কলারশিপ: যোগ্যতা
জগদীশচন্দ্র বোস জুনিয়র স্কলারশিপ-
১) এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারী পড়ুয়াদের ৭৫% নম্বরসহ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় নিয়ে উত্তীর্ণ হতে হবে।
২) আবেদনকারী পড়ুয়াদের মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে।
৩) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের একাদশ শ্রেণীর পাঠক্রমে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যান এবং কম্পিউটার সাইন্স বিষয়গুলির মধ্যে থেকে ৩ টি বিষয় থাকতে হবে।
জগদীশচন্দ্র বোস সিনিয়র স্কলারশিপ-
১) এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারী পড়ুয়াদের ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে।
ii) আবেদনকারী পড়ুয়াদের BSc (Hons) ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল নিয়ে পশ্চিমবঙ্গের যেকোনো শিক্ষা-প্রতিষ্ঠানে স্নাতকস্তর স্তরে পাঠরত হতে হবে।

iv) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠক্রমে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যান এবং কম্পিউটার সাইন্স বিষয়গুলির মধ্যে থেকে ৩ টি বিষয় থাকতে হবে।
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥 যুক্ত হন |
Official Website Link | এখানে দেখুন |
FAQ: Jagadis Chandra Bose Scholarship 2023 (জগদীশচন্দ্র বসু স্কলারশিপ)
Q: Jagadis Chandra Bose Scholarship 2023 (জগদীশচন্দ্র বসু স্কলারশিপ)-এ আবেদন কিভাবে করতে হবে?
Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Jagadis Chandra Bose Scholarship 2023 (জগদীশচন্দ্র বসু স্কলারশিপ)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Jagadis Chandra Bose Scholarship 2023 (জগদীশচন্দ্র বসু স্কলারশিপ)-এ বৃত্তির পরিমাণ কত?
Ans: ১,২৫০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)